ঢাকা , মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

৯ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ একটি স্মার্টফোন থাকলেই পুরো পৃথিবী আপনার হাতের মুঠোয় চলে আসবে! ইন্টারনেট ব্যবহারের সুবিধা বাড়ায় স্মার্টফোন এখন সবার হাতে হাতে। এ সময় স্মার্টফোন না থাকলে নিজেকে ব্যাকডেটেডও মনে হতে পারে!

তবে যাই হোক, প্রয়োজনের খাতিরেই কিন্তু এখন সবাই স্মার্টফোন ব্যবহার করেন। একটা সময় ছিল, যখন মানুষ শুধু কথা বলার জন্যই মোবাইল ফোন ব্যবহার করত। এখন এ ধারণা বদলে গেছে। স্মার্টফোন দিয়ে শুধু কথা নয়, বলতে গেলে প্রায় সব কাজই করা যায়!

তবে সাধ্যের মধ্যে হলে তবেই তো স্মার্টফোনটি কিনবেন, তাই না? অনেক সময় বাজেটের কারণে ভালো ফিচারের স্মার্টফোনটি হাত ছাড়া করতে হয়।

তাই প্রথমে নিজের বাজেট জেনে তার মধ্যে ভালো ফিচারের ফোনটি খুঁজে নিতে হবে। তেমনই কয়েকটি স্মার্টফোন সম্পর্কে জেনে নিন, যেগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ৯ হাজার টাকার মধ্যে-

jagonews24

ওয়ালটন প্রিমো জিএইচ-৯

কম বাজেটের মধ্যে আরও একটি ভালো স্মার্টফোন ওয়ালটন প্রিমো জিএইচ-৯। ফোনটিতে রয়েছে ৬.১ ইঞ্চি এইচডি+ডিসপ্লে, যার রেজুলেশন ১৫৬০*৭২০ পিক্সেল। অ্যান্ড্রয়েড ১০ আপারেটিং সিস্টেমের ফোনটিতে থাকছে ১.৮ গিগাহার্টজ কোয়াড-কোর মিডিয়াটেক হেলিও এ-২০ চিপসেট। এতে জিপিইউ হিসেবে রয়েছে পাওয়ার ভিআর (জিই৮৩০০)। জেনে নিন ওয়ালটন প্রিমো জিএইচ-৯ এর স্পেসিফিকেশন-

* ৬.১ ইঞ্চি এইচডি+ডিসপ্লে
* ১.৮ গিগাহার্টজ মিডিয়াটেক হেলিও এ-২০ চিপসেট
* ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
* অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম
* ৫ এমপি ফ্রন্ট এবং ১৩+০.৩ এমপি রিয়ার ক্যামেরা
* ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
* মূল্য- ৬, ৭৯৯ টাকা।

jagonews24

আইটেল ভিশন

এ ফোনটি আপনারা কিনতে পারবেন মাত্র ৬ থেকে ৭ হাজার টাকার মধ্যেই। বাজেট যদি কম হয়, সেইসঙ্গে ভালো ফিচারের ফোনটি যদি কিনতে চান তাহলে কিনে ফেলুন আইটেল ভিশন-১। অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেমের এ ফোনে থাকছে মিনিমাল নচ স্টাইলের ৬.১ ইঞ্চি এইচডি+ডিসপ্লে, যার রেজুলেশন ৭২০*১০৮০ পিক্সেল। জেনে নিন আইটেল ভিশন এর স্পেসিফিকেশন:

* ৬.১ ইঞ্চি এইচডি+ডিসপ্লে
* ১.৬ গিগাহার্টজ অক্টো-কোর ইউনিসোক চিপসেট
* ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ
* অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেম
* ৫ এমপি ফ্রন্ট এবং ৮+০.৩ এমপি রিয়ার ক্যামেরা
* ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
* অটিজি, ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক ফিচার
* মূল্য- ৬, ৯৯০ টাকা।

jagonews24

সিম্ফোনি জেড-১২

মাত্র ৮ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন সিম্ফোনির একটি বেস্ট স্মার্টফোন। এ ফোনে রয়েছে একটি মিনিমাল নচ স্টাইলের ৬.০৯ ইঞ্চি এইচডি+ডিসপ্লে, যার রেজুলেশন ১৪৪০*৭২০ পিক্সেল। অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেমের ফোনটিতে থাকছে ১.৬ গিগাহার্টজ অক্টো-কোর চিপসেট। গ্রাফিক্স সুবিধা দিতে এতে মিলবে আইএমজি ৮৩২২ জিপিইউ। জেনে নিন সিম্ফোনি জেড-১২ এর স্পেসিফিকেশন-

* ৬.০৯ ইঞ্চি এইচডি+ফুল ভিউ ডিসপ্লে
* ১.৬ গিগাহার্টজ অক্টো-কোর চিপসেট
* ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
* অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেম
* ৮ এমপি ফ্রন্ট এবং ১৩+২ এমপি রিয়ার ক্যামেরা
* ৩ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
* ৭, ৯৯০ টাকা।

jagonews24

হুয়াওয়ে ওয়াই-৬

কম বাজেটের স্মার্টফোনের তালিকায় রয়েছে হুয়াওয়ের ফোনও। হুয়াওয়ে ওয়াই-৬ ফোনটি পেয়ে যাবেন মাত্র ৮ হাজার টাকায়। জেনে নিন এ ফোনটির স্পেসিফিকেশন-

* ৫ ইঞ্চি এইচডি+ডিসপ্লে
* ওয়াফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রো ইউএসবি
* ওজন ১২৫ গ্রাম
* ২ জিবি র‌্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
* অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম
* ২ এমপি ফ্রন্ট এবং ৮ এমপি রিয়ার ক্যামেরা
* ২ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
* মূল্য- ৮,০০০ টাকা।

jagonews24

রিয়েলমি সি-১১

কম বাজেটের অন্যতম একটি ফোন রিয়েলমি সি-১১। এতে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ডিসপ্লে, যার রেজুলেশন ৭২০*১৫৬০ পিক্সেল। জেনে নিন এ ফোনটির স্পেসিফিকেশন-

* ৬.৫ ইঞ্চি এইচডি+ডিসপ্লে
* ২.৩ গিগাহার্টজ মিডিয়াটেক হেলিও জি৩৫ চিপসেট
* ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ
* অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম
* ৫ এমপি ফ্রন্ট এবং ১৩+২ এমপি রিয়ার ক্যামেরা
* ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
* মূল্য- ৮,৯৯০ টাকা।

jagonews24

ভিভো ওয়াই-১এস

৬.২২ ইঞ্চির এ ফোনটি কম বাজেটের মধ্যে সেরা হতে পারে। অ্যান্ড্রয়েড ১০ ওএস থাকছে এ স্মার্টফোনে। সঙ্গে পেয়ে যাবেন ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। জেনে নিন ভিভোর এ ফোনটির স্পেসিফিকেশন-

* ৬.২২ ইঞ্চি এইচডি+ডিসপ্লে
* ওয়াফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি ওটিজি, মাইক্রো ইউএসবি
* ওজন ১৬১ গ্রাম
* ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ
* অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম
* ৫ এমপি ফ্রন্ট এবং ১৩ এমপি রিয়ার ক্যামেরা
* ৪ হাজার ৩০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
* মূল্য- ৯,০০০ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ক্যাটরিনার হাতে ২০ বার থাপ্পড় খেয়েছিলেন ইমরান খান

৯ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

আপডেট টাইম : ০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১

বাঙালী কণ্ঠ ডেস্কঃ একটি স্মার্টফোন থাকলেই পুরো পৃথিবী আপনার হাতের মুঠোয় চলে আসবে! ইন্টারনেট ব্যবহারের সুবিধা বাড়ায় স্মার্টফোন এখন সবার হাতে হাতে। এ সময় স্মার্টফোন না থাকলে নিজেকে ব্যাকডেটেডও মনে হতে পারে!

তবে যাই হোক, প্রয়োজনের খাতিরেই কিন্তু এখন সবাই স্মার্টফোন ব্যবহার করেন। একটা সময় ছিল, যখন মানুষ শুধু কথা বলার জন্যই মোবাইল ফোন ব্যবহার করত। এখন এ ধারণা বদলে গেছে। স্মার্টফোন দিয়ে শুধু কথা নয়, বলতে গেলে প্রায় সব কাজই করা যায়!

তবে সাধ্যের মধ্যে হলে তবেই তো স্মার্টফোনটি কিনবেন, তাই না? অনেক সময় বাজেটের কারণে ভালো ফিচারের স্মার্টফোনটি হাত ছাড়া করতে হয়।

তাই প্রথমে নিজের বাজেট জেনে তার মধ্যে ভালো ফিচারের ফোনটি খুঁজে নিতে হবে। তেমনই কয়েকটি স্মার্টফোন সম্পর্কে জেনে নিন, যেগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ৯ হাজার টাকার মধ্যে-

jagonews24

ওয়ালটন প্রিমো জিএইচ-৯

কম বাজেটের মধ্যে আরও একটি ভালো স্মার্টফোন ওয়ালটন প্রিমো জিএইচ-৯। ফোনটিতে রয়েছে ৬.১ ইঞ্চি এইচডি+ডিসপ্লে, যার রেজুলেশন ১৫৬০*৭২০ পিক্সেল। অ্যান্ড্রয়েড ১০ আপারেটিং সিস্টেমের ফোনটিতে থাকছে ১.৮ গিগাহার্টজ কোয়াড-কোর মিডিয়াটেক হেলিও এ-২০ চিপসেট। এতে জিপিইউ হিসেবে রয়েছে পাওয়ার ভিআর (জিই৮৩০০)। জেনে নিন ওয়ালটন প্রিমো জিএইচ-৯ এর স্পেসিফিকেশন-

* ৬.১ ইঞ্চি এইচডি+ডিসপ্লে
* ১.৮ গিগাহার্টজ মিডিয়াটেক হেলিও এ-২০ চিপসেট
* ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
* অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম
* ৫ এমপি ফ্রন্ট এবং ১৩+০.৩ এমপি রিয়ার ক্যামেরা
* ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
* মূল্য- ৬, ৭৯৯ টাকা।

jagonews24

আইটেল ভিশন

এ ফোনটি আপনারা কিনতে পারবেন মাত্র ৬ থেকে ৭ হাজার টাকার মধ্যেই। বাজেট যদি কম হয়, সেইসঙ্গে ভালো ফিচারের ফোনটি যদি কিনতে চান তাহলে কিনে ফেলুন আইটেল ভিশন-১। অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেমের এ ফোনে থাকছে মিনিমাল নচ স্টাইলের ৬.১ ইঞ্চি এইচডি+ডিসপ্লে, যার রেজুলেশন ৭২০*১০৮০ পিক্সেল। জেনে নিন আইটেল ভিশন এর স্পেসিফিকেশন:

* ৬.১ ইঞ্চি এইচডি+ডিসপ্লে
* ১.৬ গিগাহার্টজ অক্টো-কোর ইউনিসোক চিপসেট
* ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ
* অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেম
* ৫ এমপি ফ্রন্ট এবং ৮+০.৩ এমপি রিয়ার ক্যামেরা
* ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
* অটিজি, ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক ফিচার
* মূল্য- ৬, ৯৯০ টাকা।

jagonews24

সিম্ফোনি জেড-১২

মাত্র ৮ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন সিম্ফোনির একটি বেস্ট স্মার্টফোন। এ ফোনে রয়েছে একটি মিনিমাল নচ স্টাইলের ৬.০৯ ইঞ্চি এইচডি+ডিসপ্লে, যার রেজুলেশন ১৪৪০*৭২০ পিক্সেল। অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেমের ফোনটিতে থাকছে ১.৬ গিগাহার্টজ অক্টো-কোর চিপসেট। গ্রাফিক্স সুবিধা দিতে এতে মিলবে আইএমজি ৮৩২২ জিপিইউ। জেনে নিন সিম্ফোনি জেড-১২ এর স্পেসিফিকেশন-

* ৬.০৯ ইঞ্চি এইচডি+ফুল ভিউ ডিসপ্লে
* ১.৬ গিগাহার্টজ অক্টো-কোর চিপসেট
* ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ
* অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেম
* ৮ এমপি ফ্রন্ট এবং ১৩+২ এমপি রিয়ার ক্যামেরা
* ৩ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
* ৭, ৯৯০ টাকা।

jagonews24

হুয়াওয়ে ওয়াই-৬

কম বাজেটের স্মার্টফোনের তালিকায় রয়েছে হুয়াওয়ের ফোনও। হুয়াওয়ে ওয়াই-৬ ফোনটি পেয়ে যাবেন মাত্র ৮ হাজার টাকায়। জেনে নিন এ ফোনটির স্পেসিফিকেশন-

* ৫ ইঞ্চি এইচডি+ডিসপ্লে
* ওয়াফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রো ইউএসবি
* ওজন ১২৫ গ্রাম
* ২ জিবি র‌্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
* অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম
* ২ এমপি ফ্রন্ট এবং ৮ এমপি রিয়ার ক্যামেরা
* ২ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
* মূল্য- ৮,০০০ টাকা।

jagonews24

রিয়েলমি সি-১১

কম বাজেটের অন্যতম একটি ফোন রিয়েলমি সি-১১। এতে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ডিসপ্লে, যার রেজুলেশন ৭২০*১৫৬০ পিক্সেল। জেনে নিন এ ফোনটির স্পেসিফিকেশন-

* ৬.৫ ইঞ্চি এইচডি+ডিসপ্লে
* ২.৩ গিগাহার্টজ মিডিয়াটেক হেলিও জি৩৫ চিপসেট
* ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ
* অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম
* ৫ এমপি ফ্রন্ট এবং ১৩+২ এমপি রিয়ার ক্যামেরা
* ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
* মূল্য- ৮,৯৯০ টাকা।

jagonews24

ভিভো ওয়াই-১এস

৬.২২ ইঞ্চির এ ফোনটি কম বাজেটের মধ্যে সেরা হতে পারে। অ্যান্ড্রয়েড ১০ ওএস থাকছে এ স্মার্টফোনে। সঙ্গে পেয়ে যাবেন ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। জেনে নিন ভিভোর এ ফোনটির স্পেসিফিকেশন-

* ৬.২২ ইঞ্চি এইচডি+ডিসপ্লে
* ওয়াফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি ওটিজি, মাইক্রো ইউএসবি
* ওজন ১৬১ গ্রাম
* ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ
* অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম
* ৫ এমপি ফ্রন্ট এবং ১৩ এমপি রিয়ার ক্যামেরা
* ৪ হাজার ৩০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
* মূল্য- ৯,০০০ টাকা।