বাঙালী কণ্ঠ ডেস্কঃ গতকাল (২৬ মার্চ) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। এ সমস্যা এখনও অব্যাহত রয়েছে।
ব্যবহারকারীরা ফেসবুক লগইন করতে সমস্যায় পড়ছেন, সেই সাথে মেসেসও সেন্ড করতে পারছেন না। অন্যদিকে ছবিও পাঠাতে পারছেন না কেউ কেউ।
বেশ কয়েকজন ব্যবহারকারীর সাথে কথা বলে জানা গেছে, ফেসবুক ওপেন করতে গিয়ে ‘সাইট ক্যান নট বি রিচড’লেখা দেখাচ্ছে।
কী কারণে ফেসবুকে এমন সমস্যার মুখোমুখী হচ্ছেন তা কেউ পরিষ্কার করে বলতে পারছেন না।
ওমর ফারুক নামের এক ফেসবুক ব্যবহারকারীর সাথে আলাপকালে তিনি বলেন, তিনি গতকাল রাত থেকে এমন সমস্যায় পড়েছেন। পরে ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করছেন।