ঢাকা , শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ডিজলাইক’ পরীক্ষা করছে টুইটার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ টুইটে আসা নির্দিষ্ট একটি রিপ্লাইকে ব্যবহারকারীরা কতটা সঙ্গত মনে করছে, তা বুঝতে নতুন ফিচার আনছে টুইটার। নতুন ওই ফিচারে রিপ্লাইয়ে ডাউনভোট বা ডিজলাইক দিতে পারবেন মাইক্রোব্লগিং সাইটটির ব্যবহারকারীরা। টুইটার এ ব্যাপারে বলেছে, আইফোন ব্যবহারকারীরা হয়তো অপশনটি দেখতে পাবেন। ডাউনভোট সবাই দেখতে পাবেন না। তবে, আপভোট ট্ইুটেই দেখা যাবে। এ প্রসঙ্গে টুইটারের ব্যবহারকারী গবেষক কোডি ইলাম বলছেন, ‘ডাউনভোটের মাধ্যমে নীরবে রিপ্লাইয়ের মান সম্পর্কে নিজ মতামত জানিয়ে দিতে পারবেন ব্যবহারকারীরা।’ তিনি আরও জানান, এ নিয়ে বিতর্ক বা টুইট লড়াইয়ে জড়িয়ে পড়তে হবে না তাদের। এখন পর্যন্ত যারা ফিচারটির দেখা পেয়েছেন তারা বলছেন, নতুন টুলটি দেখতে ‘থাম্বস আপ’ এবং ‘থাম্বস ডাউন’ এর মতো। টুইটার এখনও জানায়নি কতজন এ পরীক্ষার অংশ, তবে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, এটি ‘ছোট গবেষণা পরীক্ষার’ অংশ। এক টুইটার মুখপাত্র জানিয়েছেন, রিপ্লাই কীভাবে র‌্যাংক করে তাতে কোনো প্রভাব ফেলবে না নতুন এ ফিচার। প্রতিষ্ঠানটি শুধু দেখতে চাইছে তারা যেগুলোকে সঙ্গত মনে করে, সেগুলোর সঙ্গে ব্যবহারকারীর আপ এবং ডাউন ভোট মিলে যায় কি না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ডিজলাইক’ পরীক্ষা করছে টুইটার

আপডেট টাইম : ০৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১

বাঙালী কণ্ঠ ডেস্কঃ টুইটে আসা নির্দিষ্ট একটি রিপ্লাইকে ব্যবহারকারীরা কতটা সঙ্গত মনে করছে, তা বুঝতে নতুন ফিচার আনছে টুইটার। নতুন ওই ফিচারে রিপ্লাইয়ে ডাউনভোট বা ডিজলাইক দিতে পারবেন মাইক্রোব্লগিং সাইটটির ব্যবহারকারীরা। টুইটার এ ব্যাপারে বলেছে, আইফোন ব্যবহারকারীরা হয়তো অপশনটি দেখতে পাবেন। ডাউনভোট সবাই দেখতে পাবেন না। তবে, আপভোট ট্ইুটেই দেখা যাবে। এ প্রসঙ্গে টুইটারের ব্যবহারকারী গবেষক কোডি ইলাম বলছেন, ‘ডাউনভোটের মাধ্যমে নীরবে রিপ্লাইয়ের মান সম্পর্কে নিজ মতামত জানিয়ে দিতে পারবেন ব্যবহারকারীরা।’ তিনি আরও জানান, এ নিয়ে বিতর্ক বা টুইট লড়াইয়ে জড়িয়ে পড়তে হবে না তাদের। এখন পর্যন্ত যারা ফিচারটির দেখা পেয়েছেন তারা বলছেন, নতুন টুলটি দেখতে ‘থাম্বস আপ’ এবং ‘থাম্বস ডাউন’ এর মতো। টুইটার এখনও জানায়নি কতজন এ পরীক্ষার অংশ, তবে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, এটি ‘ছোট গবেষণা পরীক্ষার’ অংশ। এক টুইটার মুখপাত্র জানিয়েছেন, রিপ্লাই কীভাবে র‌্যাংক করে তাতে কোনো প্রভাব ফেলবে না নতুন এ ফিচার। প্রতিষ্ঠানটি শুধু দেখতে চাইছে তারা যেগুলোকে সঙ্গত মনে করে, সেগুলোর সঙ্গে ব্যবহারকারীর আপ এবং ডাউন ভোট মিলে যায় কি না।