যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এ বছরের টেক ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ইভেন্ট ‘কনজ্যুমার ইলেক্ট্রনিক্স শো’ বা সিইএস শুরু হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া এ মেলা শেষ হবে রোববার। এবার আশা করা যাচ্ছে ইতোপূর্বের মহামারিকাল অনেকটা কাটিয়ে উঠবে শোটি।
এপি নিউজ জানায়, শোটির মিডিয়া প্রিভিউ চলে মঙ্গল ও বুধবার।
এরপর শুরু হয় চার দিনের এই শো।
সংবাদমাধ্যমটি জানায়, এবারের ইভেন্টে অংশ নিয়েছে প্রায় তিন হাজার প্রতিষ্ঠান। আয়োজকদের আশা, এবার অন্তত এক লাখ মানুষের উপস্থিতি ঘটবে মেলায়। যেখানে ওমিক্রনের প্রভাবে গতবার ৭০ শতাংশ উপস্থিতি কমে গিয়েছিল। আর তার আগেরবারের মেলা হয়েছিল ভার্চুয়াল মাধ্যমে। তবে এবার একলাখ মানুষের উপস্থিতি হিসাব করলেও সেটি মহামারির আগের তুলনায় ৪১ শতাংশ কম হবে।
সংবাদমাধ্যমটি জানায়, কয়েক বছর আগে ইভেন্টটির নাম পরিবর্তন করে এর পরিসর বড় করা হয়। ইভেন্টে বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্টার্টআপ রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিভিন্ন কনজ্যুমার টেক আইটেম প্রদর্শন করছে। এই প্রদর্শনীটি মূলত বিভিন্ন মিডিয়া এবং টেক প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত।