ঢাকা , শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কমেছে

করোনাভাইরাস মহামারির সময় দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারীর সংখ্যা অনেক বেড়ে যায়। ফেসবুক ব্যবহারে বাংলাদেশ শীর্ষ তিনে আছে বলে জানায় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণকারী পোল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান নেপোলিয়নক্যাট জানিয়েছে, গত ৬ মাসে বাংলাদেশে প্রায় সোয়া কোটি ফেসবুক ব্যবহারকারী কমেছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, ২০২২ সালের জুলাইয়ে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি প্রায় ৫ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার। তবে গত জানুয়ারিতে এ সংখ্যা দাঁড়ায় প্রায় ৪ কোটি ৬৫ লাখ ৪৮ হাজারে। সে হিসাবে গত ৬ মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী কমেছে প্রায় ১ কোটি ২৩ লাখ ৯৫ হাজার।

নেপোলিয়নক্যাট জানিয়েছে, বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে ফেসবুক ব্যবহারকারী ২৬ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে ৬৮ শতাংশ পুরুষ। বয়স বিবেচনায় সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করছেন ১৮-২৪ বছর বয়সীরা।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের অনলাইন ডেটা নিয়ে কাজ করে ডাটারিপোর্টাল। সংস্থাটিও জানিয়েছে, বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কমছে।

ফেসবুকের পাশাপাশি বাংলাদেশে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা কমেছে। প্রায় ৬ লাখ ৭০ হাজার ব্যবহারকারী কমেছে ইনস্টাগ্রামে। আর মেসেঞ্জারে কমেছে ১ কোটি ৪১ হাজার বাংলাদেশি ব্যবহারকারী।

একইসঙ্গে কমেছে সামাজিক যোগাযোফের অন্যতম মাধ্যম লিংকডইন ব্যবহারকারীর সংখ্যাও। গত ডিসেম্বরে এ প্ল্যাটফর্মটি ব্যবহার করেছেন ৫০ লাখের বেশি বাংলাদেশি। চলতি বছরের জানুয়ারিতে তা কমে দাঁড়িয়েছে প্রায় ১৮ লাখে।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, বিশ্বে টিকটকসহ সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে। মানুষ এখন ওইসব প্ল্যাটফর্মে পোস্ট দেওয়ার পাশাপাশি সরাসরি বিভিন্ন কার্যক্রম করছে। তাই ফেসবুকে থেমে না থেকে ওইসব মাধ্যম ব্যবহারেও অভ্যস্ত হচ্ছে তারা। এর মধ্যে ওটিটি প্ল্যাটফর্মও রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কমেছে

আপডেট টাইম : ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩

করোনাভাইরাস মহামারির সময় দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারীর সংখ্যা অনেক বেড়ে যায়। ফেসবুক ব্যবহারে বাংলাদেশ শীর্ষ তিনে আছে বলে জানায় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণকারী পোল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান নেপোলিয়নক্যাট জানিয়েছে, গত ৬ মাসে বাংলাদেশে প্রায় সোয়া কোটি ফেসবুক ব্যবহারকারী কমেছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, ২০২২ সালের জুলাইয়ে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি প্রায় ৫ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার। তবে গত জানুয়ারিতে এ সংখ্যা দাঁড়ায় প্রায় ৪ কোটি ৬৫ লাখ ৪৮ হাজারে। সে হিসাবে গত ৬ মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী কমেছে প্রায় ১ কোটি ২৩ লাখ ৯৫ হাজার।

নেপোলিয়নক্যাট জানিয়েছে, বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে ফেসবুক ব্যবহারকারী ২৬ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে ৬৮ শতাংশ পুরুষ। বয়স বিবেচনায় সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করছেন ১৮-২৪ বছর বয়সীরা।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের অনলাইন ডেটা নিয়ে কাজ করে ডাটারিপোর্টাল। সংস্থাটিও জানিয়েছে, বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কমছে।

ফেসবুকের পাশাপাশি বাংলাদেশে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা কমেছে। প্রায় ৬ লাখ ৭০ হাজার ব্যবহারকারী কমেছে ইনস্টাগ্রামে। আর মেসেঞ্জারে কমেছে ১ কোটি ৪১ হাজার বাংলাদেশি ব্যবহারকারী।

একইসঙ্গে কমেছে সামাজিক যোগাযোফের অন্যতম মাধ্যম লিংকডইন ব্যবহারকারীর সংখ্যাও। গত ডিসেম্বরে এ প্ল্যাটফর্মটি ব্যবহার করেছেন ৫০ লাখের বেশি বাংলাদেশি। চলতি বছরের জানুয়ারিতে তা কমে দাঁড়িয়েছে প্রায় ১৮ লাখে।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, বিশ্বে টিকটকসহ সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে। মানুষ এখন ওইসব প্ল্যাটফর্মে পোস্ট দেওয়ার পাশাপাশি সরাসরি বিভিন্ন কার্যক্রম করছে। তাই ফেসবুকে থেমে না থেকে ওইসব মাধ্যম ব্যবহারেও অভ্যস্ত হচ্ছে তারা। এর মধ্যে ওটিটি প্ল্যাটফর্মও রয়েছে।