ফেসবুকের এক নারী সম্পর্কে সতর্ক করে দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। ওই নারী কারো ফেসবুকে অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টে থাকলে তাকে দ্রুত ডিলিট করে ফেলতে বলা হয়েছে।
‘এই নারী আপনার ফেসবুকে থাকলে জলদি ডিলিট করুন’ এমন এক শিরোনামে ভারতের খ্যাতনামা গণমাধ্যম জানিয়েছে, ওই নারী ফেসবুকে থাকলে আপনার অ্যাকাউন্টটি নিরাপদ নয়। কারণ এই নারীর ছবিসংবলিত ফেসবুক অ্যাকাউন্টগুলো সবই স্প্যাম অ্যাকাউন্ট।
জি নিউজের খবর অনুযায়ী, মধু শাহ নামে একই নামে একই ছবিতে একই ‘নারীর’ ৩৪টি অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে। যার অধিকাংশেরই বন্ধুসংখ্যা পাঁচ হাজারের বেশি। সম্প্রতি এই অ্যাকাউন্টটি থেকে বিভিন্ন স্প্যাম মেসেজ লাখো অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, ‘ভিডিও এবং মেসেজের’ স্প্যাম মেইলগুলো ছড়ানো হয়েছিল এই মধু শাহ নামের অ্যাকাউন্টগুলো থেকেই। ওই স্প্যাম মেইলগুলোই বিভিন্নভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে দায়ী ছিল। তাই এই অ্যাকাউন্টগুলো বর্জনের পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
‘এই নারী আপনার ফেসবুকে থাকলে জলদি ডিলিট করুন’ এমন এক শিরোনামে ভারতের খ্যাতনামা গণমাধ্যম জানিয়েছে, ওই নারী ফেসবুকে থাকলে আপনার অ্যাকাউন্টটি নিরাপদ নয়। কারণ এই নারীর ছবিসংবলিত ফেসবুক অ্যাকাউন্টগুলো সবই স্প্যাম অ্যাকাউন্ট।
জি নিউজের খবর অনুযায়ী, মধু শাহ নামে একই নামে একই ছবিতে একই ‘নারীর’ ৩৪টি অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে। যার অধিকাংশেরই বন্ধুসংখ্যা পাঁচ হাজারের বেশি। সম্প্রতি এই অ্যাকাউন্টটি থেকে বিভিন্ন স্প্যাম মেসেজ লাখো অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, ‘ভিডিও এবং মেসেজের’ স্প্যাম মেইলগুলো ছড়ানো হয়েছিল এই মধু শাহ নামের অ্যাকাউন্টগুলো থেকেই। ওই স্প্যাম মেইলগুলোই বিভিন্নভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে দায়ী ছিল। তাই এই অ্যাকাউন্টগুলো বর্জনের পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।