ঢাকা , শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এখনই বাড়ানো হচ্ছেনা জিপির রিচার্জের সর্বনিম্ন সীমা

১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ সীমা ৩০ টাকা করার ঘোষণা দিয়েছিলো গ্রামীণফোন। তবে এখনই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছেনা অপারেটরটি। বিষয়টি আমাদের সময়কে নিশ্চিত করেছে গ্রামীণফোন।

এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী আমাদের সময়কে বলেন, ‘আমরা এটা এখন বাস্তবায়ন করছি না এ বিষয়ে বিটিআরসি’র সঙ্গে অলোচনা হবে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’

এর আগে এসএমএস এবং মাই জিপি অ্যাপের মাধ্যমে এ বিষয়ে গ্রাহকদের অবহিত করে অপারেটরটি। স্মার্টফোনে ইনস্টল করা অ্যাপে অপারেটরটি জানিয়েছিল ‘আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা হয়ে যাবে।’

এসএমএসে বলা হয়েছিল, ‘প্রিয় গ্রাহক, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ এমাউন্ট ৩০ টাকা করা হবে। তবে, ৩০ টাকার নিচের রিচার্জ অফার এবং স্ক্র্যাচকার্ড আগের মত ব্যবহার করা যাবে।

হঠাৎ করে রিচার্জ লিমিট বাড়িয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় গ্রাহকদের। এ নিয়ে বিবৃতি দিয়েছিল বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনও। তবে এখনই ঘোষণাটি বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে গ্রামীণফোন।

উল্লেখ্য এর আগে গতবছরের ২২ জুলাই ১০টা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

এখনই বাড়ানো হচ্ছেনা জিপির রিচার্জের সর্বনিম্ন সীমা

আপডেট টাইম : ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪

১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ সীমা ৩০ টাকা করার ঘোষণা দিয়েছিলো গ্রামীণফোন। তবে এখনই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছেনা অপারেটরটি। বিষয়টি আমাদের সময়কে নিশ্চিত করেছে গ্রামীণফোন।

এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী আমাদের সময়কে বলেন, ‘আমরা এটা এখন বাস্তবায়ন করছি না এ বিষয়ে বিটিআরসি’র সঙ্গে অলোচনা হবে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’

এর আগে এসএমএস এবং মাই জিপি অ্যাপের মাধ্যমে এ বিষয়ে গ্রাহকদের অবহিত করে অপারেটরটি। স্মার্টফোনে ইনস্টল করা অ্যাপে অপারেটরটি জানিয়েছিল ‘আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা হয়ে যাবে।’

এসএমএসে বলা হয়েছিল, ‘প্রিয় গ্রাহক, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ এমাউন্ট ৩০ টাকা করা হবে। তবে, ৩০ টাকার নিচের রিচার্জ অফার এবং স্ক্র্যাচকার্ড আগের মত ব্যবহার করা যাবে।

হঠাৎ করে রিচার্জ লিমিট বাড়িয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় গ্রাহকদের। এ নিয়ে বিবৃতি দিয়েছিল বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনও। তবে এখনই ঘোষণাটি বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে গ্রামীণফোন।

উল্লেখ্য এর আগে গতবছরের ২২ জুলাই ১০টা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়।