ঢাকা , বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চমক নিয়ে বাজারে আসছে স্যামসাং এস নাইন এবং এস নাইন প্লাস

বাঙালী কণ্ঠ নিউজঃ বাজারে আসতে চলেছে স্যামসাংয়ের এক নতুন চমক ৷ আকর্ষণীয় ফিচার নিয়ে এটি আসতে চলেছে বাজারে ৷ গ্যালাক্সির জগতে আরও এক নতুন স্মার্ট সংযোজন ৷ এস এইট এবং এস এইট প্লাস- এর থেকে এটির ডিজাইন একেবারেই আলাদা এবং এটি আগের থেকে দুর্দান্ত বেশ কিছু অফার নিয়ে গ্রাহকদের চমক দিতে আসছে ৷ একনজরে দেখে নিন কি কি ফিচার রয়েছে এই মোবাইলটিতে-

১) ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
২) ৫.৮ইঞ্চি ডিসপ্লে এস নাইন ও এস নাইন প্লাস- এর ৬.১ ইঞ্চি ডিসপ্লে
৩) থ্রিডি সেন্সর ফ্রন্ট ক্যামেরা, ডুয়াল রিয়ার ক্যামেরা
৪) ৩২০০ এমএইচ ব্যাটারি
৫) অ্যান্ড্রোয়েড অরিও
৬) Qualcomm Snapdragon 845 প্রসেসর
৭) এই ফোনটির সম্ভাব্য দাম হতে পারে ৬৬ হাজার ৬২২ টাকা

২০১৮সালের ফেব্রুয়ারিতে এই ফোনটি লঞ্চ হতে পারে৷ যদিও মনে করা হচ্ছে আগামী মার্চ মাসের আগে এই ফোনটি লঞ্চ হবেনা ৷ স্যামসাংয়ের তরফে জানানো হচ্ছে, এই ফোনটিতে বেশ কিছু সফটওয়ার রয়েছে যেগুলি অ্যাপেলেও রয়েছে ৷

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চমক নিয়ে বাজারে আসছে স্যামসাং এস নাইন এবং এস নাইন প্লাস

আপডেট টাইম : ০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ বাজারে আসতে চলেছে স্যামসাংয়ের এক নতুন চমক ৷ আকর্ষণীয় ফিচার নিয়ে এটি আসতে চলেছে বাজারে ৷ গ্যালাক্সির জগতে আরও এক নতুন স্মার্ট সংযোজন ৷ এস এইট এবং এস এইট প্লাস- এর থেকে এটির ডিজাইন একেবারেই আলাদা এবং এটি আগের থেকে দুর্দান্ত বেশ কিছু অফার নিয়ে গ্রাহকদের চমক দিতে আসছে ৷ একনজরে দেখে নিন কি কি ফিচার রয়েছে এই মোবাইলটিতে-

১) ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
২) ৫.৮ইঞ্চি ডিসপ্লে এস নাইন ও এস নাইন প্লাস- এর ৬.১ ইঞ্চি ডিসপ্লে
৩) থ্রিডি সেন্সর ফ্রন্ট ক্যামেরা, ডুয়াল রিয়ার ক্যামেরা
৪) ৩২০০ এমএইচ ব্যাটারি
৫) অ্যান্ড্রোয়েড অরিও
৬) Qualcomm Snapdragon 845 প্রসেসর
৭) এই ফোনটির সম্ভাব্য দাম হতে পারে ৬৬ হাজার ৬২২ টাকা

২০১৮সালের ফেব্রুয়ারিতে এই ফোনটি লঞ্চ হতে পারে৷ যদিও মনে করা হচ্ছে আগামী মার্চ মাসের আগে এই ফোনটি লঞ্চ হবেনা ৷ স্যামসাংয়ের তরফে জানানো হচ্ছে, এই ফোনটিতে বেশ কিছু সফটওয়ার রয়েছে যেগুলি অ্যাপেলেও রয়েছে ৷