ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ালটন বাজারে আনলো প্রিমো ই ৮ এস

বাঙালী কণ্ঠ নিউজঃ ওয়ালটন প্রিমো ই৮এস স্মার্টফোন নামে নতুন মডেলের একটি স্মার্টফোন বাজারে এনেছে।আজ সাভার গলফ ক্লাবে ওয়ালটন মোবাইলের রিটেলইলারদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্টফোনটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে ওয়ালটন সেল্যুলার ফোন ডিভিশন (মার্কেটিং) প্রধান আসিফুর রহমান খান জানান, এটি মূলত ‘প্রিমো ই৮আই’ মডেলের উন্নত সংস্করণ। নতুন মডেলে বাড়ানো হয়েছে র‌্যাম ও ফ্রন্ট ক্যামেরার পিক্সেল। স্মার্টফোনটির পর্দা ৪ দশমিক ৫ ইঞ্চির।

এতে রয়েছে ১.২ গিগাহার্জ গতির কোয়াড কোর প্রসেসর। অপারেটিং সিস্টেম আপডেট করে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ন্যোগাট ৭। পর্দায় ব্যবহার করা হয়েছে ২.৫ডি গ্লাস।এতে ব্যবহৃত হয়েছে ১ গিগাবাইট র‌্যাম ও ৮ গিগাবাইটের মেমোরি। যা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

সামনে ও পেছনে উভয় দিকেই আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।ফোনটিতে রয়েছে ১৬০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি। স্মার্টফোনটি কালো, সোনালি ও ধূসর রঙে বাজারে ছাড়া হয়েছে। এর দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯৯৯ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ওয়ালটন বাজারে আনলো প্রিমো ই ৮ এস

আপডেট টাইম : ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ ওয়ালটন প্রিমো ই৮এস স্মার্টফোন নামে নতুন মডেলের একটি স্মার্টফোন বাজারে এনেছে।আজ সাভার গলফ ক্লাবে ওয়ালটন মোবাইলের রিটেলইলারদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্টফোনটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে ওয়ালটন সেল্যুলার ফোন ডিভিশন (মার্কেটিং) প্রধান আসিফুর রহমান খান জানান, এটি মূলত ‘প্রিমো ই৮আই’ মডেলের উন্নত সংস্করণ। নতুন মডেলে বাড়ানো হয়েছে র‌্যাম ও ফ্রন্ট ক্যামেরার পিক্সেল। স্মার্টফোনটির পর্দা ৪ দশমিক ৫ ইঞ্চির।

এতে রয়েছে ১.২ গিগাহার্জ গতির কোয়াড কোর প্রসেসর। অপারেটিং সিস্টেম আপডেট করে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ন্যোগাট ৭। পর্দায় ব্যবহার করা হয়েছে ২.৫ডি গ্লাস।এতে ব্যবহৃত হয়েছে ১ গিগাবাইট র‌্যাম ও ৮ গিগাবাইটের মেমোরি। যা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

সামনে ও পেছনে উভয় দিকেই আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।ফোনটিতে রয়েছে ১৬০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি। স্মার্টফোনটি কালো, সোনালি ও ধূসর রঙে বাজারে ছাড়া হয়েছে। এর দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯৯৯ টাকা।