বাঙালী কণ্ঠ নিউজঃ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে ডিজিটাল বাংলাদেশের জয়যাত্রা শুরু হলো। এরই মধ্যে সংকেত পাঠাতে শুরু করেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। মহাকাশে দেশের এমন সাফল্যে সবাই যাতে স্যাটেলাইট সম্পর্কে জানতে পারেন সে জন্য একটি অ্যাপ উদ্বোধন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশর অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
বেসিস বিবি-স্যাট-১ (BASIS BB-Sat-1) নামের অ্যাপের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। অ্যাপের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইটের আদ্যোপান্ত, অবস্থান, কর্মক্ষমতা, উপকারিতাসহ বিভিন্ন দিক জানা যাবে। সম্প্রতি তথ্যপ্রযুক্তি বিভাগের সভাকক্ষে অ্যাপের উদ্বোধনীতে তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘এই অ্যাপ মানুষকে স্যাটেলাইট সম্পর্কে জানিয়ে ডিজিটাল তথ্যপ্রবাহ ধারাকে আরও বেগবান করবে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ দেশের জন্য ঐতিহাসিক ঘটনা। যেন সর্বস্তরের মানুষ এটি সম্পর্কে জানতে পারে সে জন্যই এমন আয়োজন।’ অ্যাপটি তৈরি করেছে বেসিস সদস্য প্রতিষ্ঠান টেকনোহেভেন। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, টেকনোহেভেনের এমডি হাবিবুল্লাহ এন করিম, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, পরিচালক দিদারুল আলমসহ অনেকে।
মোবাইল অ্যাপ্লিকেশন বর্তমানে নিম্নোক্ত লিঙ্কটিতে পাওয়া যাচ্ছে http://www.technohaven.com/bb-sat-1.html তবে শিগগিরই এটি গুগল প্লেস্টোরে পাওয়া যাবে।