ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার।সরকারি এক সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ এইটিন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে একাধিকবার ফেরত চাওয়া হলেও তারা শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, ভারত তার অতিথিদের সঙ্গে ভালো আচরণের ধারা অনুযায়ী শেখ হাসিনার জন্য বিশেষ ব্যবস্থা করেছে। তিনি মূলত ‘অতিথি দেবতা হয়ে থাকে’ রীতির কথা বুঝিয়েছেন বলে জানিয়েছে নিউজ এইটিন।
শেখ হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এ ছাড়া তার পাসপোর্ট বাতিল করে সরকার। এর একদিন পরই হাসিনার ভিসার মেয়াদ বাড়ায় ভারত। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি। বিচারের মুখোমুখি করতে তাকে ইতিমধ্যে নোট ভার্বালের মাধ্যমে ফেরত চেয়েছে ঢাকা। এর মাঝেই তার ভিসার মেয়াদ বাড়িয়েছে দিল্লি।
ওই সরকারি সূত্রটি জানিয়েছে, ১৯৭৫ সালে তার বাবা শেখ মুজিবর রহমান সেনা সদস্যদের হাতে নিহত হওয়ার পর দীর্ঘদিন তিনি ভারতে অবস্থান করেন।