ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

যেভাবে পাওয়ার পয়েন্টের কপিরাইট টেক্সট মুছবেন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ অফিস, পড়াশোনা কিংবা গবেষণার কাজে প্রায়ই প্রেজেন্টেশন তৈরির প্রয়োজন হয়। মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টের মাধ্যমে কাজটি সহজেই করা যায়।

এ ছাড়া অনলাইনে পাওয়ার পয়েন্টের অনেক ডেমো টেম্পলেটও পাওয়া যায়, যা কাজকে আরো সহজ করে তোলে। তবে অসুবিধা হলো, অনেক টেম্পলেটের নিচে কপিরাইট টেক্সট যুক্ত থাকে। সেগুলো চাইলে সাধারণ নিয়মে সম্পাদনা বা মুছে ফেলা যায়। এ জন্য প্রথমে পাওয়ার পয়েন্ট ফাইলটি ওপেন করতে হবে।

তারপর ওপরের প্যানেল থেকে ‘view’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘slide Master’ অপশনে ক্লিক করতে হবে।

পরের ধাপে স্লাইড মাস্টার অপশনের ডান পাশে নিচের দিকে কপিরাইট টেক্সটের অংশটুকু দেখা যাবে, যা সম্পাদনা করা যাবে। এ ছাড়া চাইলে ডিলিটও করা যাবে।

এরপর ওপর থেকে ‘close master view’ অপশনে ক্লিক করতে হবে।

এভাবে পাওয়ার পয়েন্ট থেকে ফুটারে থাকা কপিরাইট টেক্সট ডিলিট বা সম্পাদনা করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

যেভাবে পাওয়ার পয়েন্টের কপিরাইট টেক্সট মুছবেন

আপডেট টাইম : ০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯

বাঙালী কণ্ঠ ডেস্কঃ অফিস, পড়াশোনা কিংবা গবেষণার কাজে প্রায়ই প্রেজেন্টেশন তৈরির প্রয়োজন হয়। মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টের মাধ্যমে কাজটি সহজেই করা যায়।

এ ছাড়া অনলাইনে পাওয়ার পয়েন্টের অনেক ডেমো টেম্পলেটও পাওয়া যায়, যা কাজকে আরো সহজ করে তোলে। তবে অসুবিধা হলো, অনেক টেম্পলেটের নিচে কপিরাইট টেক্সট যুক্ত থাকে। সেগুলো চাইলে সাধারণ নিয়মে সম্পাদনা বা মুছে ফেলা যায়। এ জন্য প্রথমে পাওয়ার পয়েন্ট ফাইলটি ওপেন করতে হবে।

তারপর ওপরের প্যানেল থেকে ‘view’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘slide Master’ অপশনে ক্লিক করতে হবে।

পরের ধাপে স্লাইড মাস্টার অপশনের ডান পাশে নিচের দিকে কপিরাইট টেক্সটের অংশটুকু দেখা যাবে, যা সম্পাদনা করা যাবে। এ ছাড়া চাইলে ডিলিটও করা যাবে।

এরপর ওপর থেকে ‘close master view’ অপশনে ক্লিক করতে হবে।

এভাবে পাওয়ার পয়েন্ট থেকে ফুটারে থাকা কপিরাইট টেক্সট ডিলিট বা সম্পাদনা করা যাবে।