ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এই মুহূর্তে জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ মোটরসাইকেল চুরির অভিযোগে যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা মা-বাবা চাননি অপু বিশ্বাস পৃথিবীতে আসুক প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো ট্রাম্পের জন্য রেখে যাওয়া চিঠিতে যা লিখেছেন বাইডেন কেন্দ্রীয় কার্যালয়ে আসলেই কী ঘটেছিল, ব্যাখ্যা দিলেন সমন্বয়ক রিফাত মালয়েশিয়া যেতে না পেরে বিক্ষোভ, মন্ত্রণালয়ের সামনে অবস্থান ১০ তলা থেকে পড়ে প্রাণ গেল সম্রাটের শাহীন চাকলাদারের ৪ বছর কারাদণ্ড জানালেন বেবিচক চেয়ারম্যান বিমানে বোমা থাকার ‘খবর’ এসেছিল পাকিস্তানি নম্বর থেকে

চুল লম্বা করার ঘরোয়া উপায়

নারীদের অনেকেরই লম্বা চুল পছন্দ। অথচ স্টাইল করে চুল কাটতে গিয়ে আপনার কোমর পর্যন্ত লম্বা চুলের বারোটা বেজে গিছে। উৎসব পার্বনে লম্বা চুল না হলে সাধের হেয়ার স্টাইল যে একেবারে মাঠে মারা যাবে। ঘরোয়া উপায় চটপট চুল লম্বা করতে জেনে নিন কিছু টিপস।

চুলে হিট ব্যবহার না করাই ভাল। স্ট্রেটনিংয়ের জন্য বা হেয়ার ড্রাই করার জন্য অনেকেই চুলে হিট ব্যবহার করে থাকেন। যা চুলের স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর।

মাঝে মাঝেই চুল ট্রিম করা উচিত। এতে চুলের লেন্থ বাড়ে তাড়াতাড়ি।

মাঝে মাঝেই নিজের হেয়ার স্টাইল পরিবর্তন করুন। কিছুদিন অন্তর পরিবর্তন করুন সিঁথিও।

শ্যাম্পু করার পর অবশ্যই চুল কন্ডিশনিং করুন।

গোসল করার সময় সম্পূর্ণ চুল ঠাণ্ডা পানিতে ভাল করে ধোওয়া উচিত।

চুল আঁচড়ানোর সময় স্ক্যাল্প থেকে নয়, আঁচড়ানো শুরু করুন চুলের ডগা থেকে। এতে চুল ওঠার সম্ভাবনা কমে।

টাওয়েল দিয়ে ভেজা চুল খুব শক্ত করে পেঁচিয়ে রাখা উচিত নয়। এতে চুল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি।

গোসল করার সময় স্ক্যাল্পে কিছুক্ষণ মাসাজ করুন। মাসাজে

স্ক্যাল্পে রক্ত সঞ্চালন ভাল হয়। ফলে চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটে।

কটনের বালিশের বদলে চেষ্টা করুন সিল্কের বালিশ ব্যবহার করতে পারেন। এতে চুল ঘষা খায় কম, ফলে বাড়ে তাড়াতাড়ি।

পুষ্টিকর খাবার খান। আয়রন, জিঙ্ক, ভিটামিন এবং প্রোটিন সমৃদ্ধ খাবার চুল স্বাস্থ্যের পক্ষে ভাল।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

এই মুহূর্তে জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ

চুল লম্বা করার ঘরোয়া উপায়

আপডেট টাইম : ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০১৬

নারীদের অনেকেরই লম্বা চুল পছন্দ। অথচ স্টাইল করে চুল কাটতে গিয়ে আপনার কোমর পর্যন্ত লম্বা চুলের বারোটা বেজে গিছে। উৎসব পার্বনে লম্বা চুল না হলে সাধের হেয়ার স্টাইল যে একেবারে মাঠে মারা যাবে। ঘরোয়া উপায় চটপট চুল লম্বা করতে জেনে নিন কিছু টিপস।

চুলে হিট ব্যবহার না করাই ভাল। স্ট্রেটনিংয়ের জন্য বা হেয়ার ড্রাই করার জন্য অনেকেই চুলে হিট ব্যবহার করে থাকেন। যা চুলের স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর।

মাঝে মাঝেই চুল ট্রিম করা উচিত। এতে চুলের লেন্থ বাড়ে তাড়াতাড়ি।

মাঝে মাঝেই নিজের হেয়ার স্টাইল পরিবর্তন করুন। কিছুদিন অন্তর পরিবর্তন করুন সিঁথিও।

শ্যাম্পু করার পর অবশ্যই চুল কন্ডিশনিং করুন।

গোসল করার সময় সম্পূর্ণ চুল ঠাণ্ডা পানিতে ভাল করে ধোওয়া উচিত।

চুল আঁচড়ানোর সময় স্ক্যাল্প থেকে নয়, আঁচড়ানো শুরু করুন চুলের ডগা থেকে। এতে চুল ওঠার সম্ভাবনা কমে।

টাওয়েল দিয়ে ভেজা চুল খুব শক্ত করে পেঁচিয়ে রাখা উচিত নয়। এতে চুল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি।

গোসল করার সময় স্ক্যাল্পে কিছুক্ষণ মাসাজ করুন। মাসাজে

স্ক্যাল্পে রক্ত সঞ্চালন ভাল হয়। ফলে চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটে।

কটনের বালিশের বদলে চেষ্টা করুন সিল্কের বালিশ ব্যবহার করতে পারেন। এতে চুল ঘষা খায় কম, ফলে বাড়ে তাড়াতাড়ি।

পুষ্টিকর খাবার খান। আয়রন, জিঙ্ক, ভিটামিন এবং প্রোটিন সমৃদ্ধ খাবার চুল স্বাস্থ্যের পক্ষে ভাল।