বাঙালী কন্ঠ ডেস্কঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
০১ অক্টোবর ২০১৯, মঙ্গলবার। ১৬ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ। ০১ সফর ১৪৪০ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
খ্রিস্টপূর্ব ৩৩১- আলেকজান্ডার গাউগামেলার যুদ্ধে তৃতীয় দারায়ুসকে পরাস্ত করেন।
৯৬৯- এডগার অব ইংল্যান্ড সমগ্র ইংল্যান্ডের রাজা হন।
১৭৮৭- সুভোরোভের নেতৃত্বাধীন রাশিয়া কিনবার্নে তুর্কিদের পরাস্ত করে।
১৭৯১- ফ্রান্সের আইনসভার প্রথম অধিবেশন।
১৯৬০- ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে নাইজেরিয়া।
জন্ম
১৯০০- বিখ্যাত ব্রিটিশ ক্রিকেটার টম গডার্ড।
১৯০৬- প্রখ্যাত সংগীতশিল্পী শচীন দেববর্মণ।
কুমিল্লায় জন্ম নেওয়া শচীন ছিলেন ত্রিপুরার চন্দ্রবংশীয় মাণিক্য রাজপরিবারের সন্তান। তার ছেলে রাহুল দেববর্মণ ভারতের বিখ্যাত সংগীত পরিচালক এবং সুরকার ছিলেন। তার ছাত্রী এবং পরবর্তী সময়ে সহধর্মিণী মীরা দেববর্মণও গীতিকার হিসেবে খ্যাতি অর্জন করেন। তার পুত্রবধূ আশা ভোঁসলে সংগীত জগতের এক উজ্জ্বল নাম। শচীনের গাওয়া অথবা সুর করা গানের মধ্যে রয়েছে ‘তুমি এসেছিলে পরশু’, ‘বাঁশি শুনে আর কাজ নাই’, ‘কে যাস রে ভাটি গাঙ’, ‘নিশিথে যাইওরে ফুলবনে’, ‘শোনো গো দখিন হাওয়া’, ‘রঙিলা রঙিলা’, ‘ঝিলমিল ঝিলমিল’, ‘নিটল পায়ে’, ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে’, ‘তুমি আর নেই সে তুমি’, ‘টাকডুম টাকডুম বাজে’, ‘আঁখি দুটি ঝরা’ ইত্যাদি।
১৯২৪- বাংলাদেশি আইনজীবী এবং রাজনীতিবিদ আব্দুল মালেক উকিল।
১৯২৪- যুক্তরাষ্ট্রের ৩৯তম রাষ্ট্রপতি জিমি কার্টার।
মৃত্যু
১৯৪২- ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী ব্রজমোহন জানা।
১৯৯০- আইরিশ পদার্থবিজ্ঞানী জন স্টুয়ার্ট বেল।
২০১৩- মার্কিন লেখক টম ক্ল্যানসি।