জেলার ফুলবাড়ীয়ায় শেয়ালে কামড়ানো বৃদ্ধা মা মরিয়ম নেছার (৯৮) দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চিকিৎসাসহ যাবতীয় ব্যয়ভার রাষ্ট্রীয়ভাবে বহনের জন্য জেলা ময়মনসিংহের প্রশাসককে নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে জেলা প্রশাসক মো. খলিলুর রহমান হাসপাতালে গিয়ে বৃদ্ধা মায়ের খোঁজ-খবর নিয়েছেন।
‘সন্তানের অবহেলায় বৃদ্ধা মায়ের স্থান গোয়াল ঘরে’ এই শিরোনামে বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর মরিয়ম নেছার পাশে দাঁড়ান সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, ফুলবাড়ীয়ার সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন এবং মুক্তাগাছা আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি।
তারা এই মায়ের চিকিৎসাসহ যাবতীয় খরচ বহনের ঘোষণা দেন। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে।
পরে তিনি ময়মনসিংহের জেলা প্রশাসককে নির্দেশ দেন। এবিষয়ে জেলা প্রশাসক মো. খলিলুর রহমান জানানন, বৃদ্ধা মা আগের চেয়ে ভালো আছেন।