সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুনেই মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করবেন।
শুক্রবার উত্তরা তৃতীয় পর্বে মেট্রোরেলের ডিপোর নির্মাণ কাজ দেখতে গিয়ে একথা বলেন সেতুমন্ত্রী।
এরই মধ্যে মেট্রোরেলের ডিপোর কাজ শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বড় এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে চাই। এটা জুনে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ২২ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের সাড়ে ১৬ হাজার কোটি টাকা দেবে জাপানের সহযোগী সংস্থা জাইকা। বাকি অর্থ দেবে সরকার। ২০১৯ সালে প্রথম ধাপে শেষ হবে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের কাজ। এরপর শাপলা চত্বর পর্যন্ত মেট্রোরেলের কাজ শুরু হবে।
এর আগে ২০২৪ সালে মেট্রোরেল প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন ৫ বছর কমিয়ে ২০১৯ সালে নামিয়ে আনা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।