বাঙালী কণ্ঠ ডেস্কঃ কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় ঈদ উপলক্ষে বয়োঃজেষ্ঠ্য নারীদের নতুন শাড়ি দিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। এ সময় প্রত্যেককে রজনীগন্ধা ফুল দিয়ে সম্মাননা জানান তিনি।
বুধবার (২১ জুন) দুপুরে উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে এ সম্মাননা দেওয়া হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা পরিষদের সদস্য ফজলুল হক হায়দারী বাচ্চু, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সাঈদা আক্তার পারুল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব ও উপজেলার আট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
একই সময় কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা পরিষদের সদস্য ফজলুল হক হায়দারী বাচ্চু, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সাঈদা আক্তার পারুলকে সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ।
অনুষ্ঠানের শেষ দিকে বাল্যবিবাহ, যৌন হয়রানি প্রতিরোধ, সামাজিক শৃংখলা, পারিবারিক মূল্যবোধ, পরিকল্পিত শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এবং মা ও শিশু কল্যাণ এসব বিষয়ে আলোচনা সভা করা হয়।