ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সন্ত্রাসী হামলায় সাংবাদিক নিহত: দেশব্যাপী প্রতিবাদ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের হামলায় গোলাম রব্বানী নাদিম নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ১০টার দিকে বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় হামলার শিকার হন তিনি।

সাংবাদিক গোলাম রব্বানী অনলাইন পোর্টাল ‘বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের’ জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। একই সঙ্গে তিনি বকশীগঞ্জ উপজেলার সংবাদ সংগ্রাহক হিসেবে কাজ করতেন। তিনি ওই উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের ছেলে।

এই ঘটনার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করেছেন সাংবাদিরা। রাইজিংবিডির নিজস্ব প্রতিবেদক, জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন।

সাভার: নাদিম হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে সাভারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। শুক্রবার (১৬ জুন) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে আশুলিয়া প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় সংবাদকর্মীরা।

নাটোর: নাদিম হত্যার প্রতিবাদে শুক্রবার (১৬ জুন) সকাল ১১টার দিকে নাটোর প্রেসক্লাব চত্বরে সাংবাদিকরা মানববন্ধন করেন। এ সময় বক্তারা বলেন, বিভিন্ন সময় সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা এমন নির্মম ঘটনা ঘটাতে সাহস পেয়েছে। বক্তারা নাদিম হত্যার সুষ্ঠ বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মানিকগঞ্জ: নাদিমকে হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গণমাধ্যমকর্মীরা। শুক্রবার (১৬ জুন)  দুপুর সাড়ে ১২ টার দিকে প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের আয়োজনে ও মানিকগঞ্জ প্রেসক্লাব এবং সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা: নাদিমকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তিতে সাতক্ষীরায় মানববন্ধন  হয়েছে।  শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি।

টাঙ্গাইল: নাদিম হত্যার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকাল ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়।

বাগেরহাট: নাদিম হত্যার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের সামনে এই মানববন্ধন হয়।

মাগুরা: নাদিম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাগুরা জেলা প্রেসক্লাব। বৃহস্পতিবার (১৫ জুন) রাতে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃত্তি দিয়েছেন মাগুরা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান।

লক্ষ্মীপুর: নাদিমকে পিটিয়ে হত্যার ঘটনায় লক্ষ্মীপুরে প্রতিবাদ সভা করা হয়েছে। প্রতিবাদ সভা থেকে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বক্তারা। বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের আয়োজনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নিয়ে এ হুঁশিয়ারি দেন।

মাদারীপুর: মাদারীপুরে শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে বাংলানিউজ২৪ এর জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তরা, সংবাদিক হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রাজবাড়ী:  জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকেরা।

শুক্রবার (১৬ জুন) সকাল ১১টার দিকে পাংশা প্রেসক্লাবের উদ্দ্যেগে শহরের মালেকপ্লাজার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তরা বলেন, সাংবাদিক নির্যাতন বেড়েই চলেছে। সাংবাদিকদের কোন নিরাপত্তা নেই। আমরা রব্বানী হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কুষ্টিয়া: বাংলানিউজের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন কুষ্টিয়ায় কর্মরত সংবাদিকরা।  মানববন্ধনে বক্তরা আজ পর্যন্ত সাংবাদিক হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় একের পর এক সাংবাদিকরা হত্যার স্বীকার হচ্ছেন বলে দাবি করেন।

দিনাজপুর: সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, নাদিমের উপর হামলার সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। যেখানে তার ওপর হামলাকারীদের ফুটেজ রয়েছে।

সাভার: গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ আয়োজিত মানববন্ধনে সাভারের সাংবাদিকরা জানান, আমাদের সহকর্মী সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুধুমাত্র সংবাদ প্রকাশের জেরেই স্থানীয় এক ইউপি চেয়ারম্যান তার উপর এই হামলা চালিয়েছে। আমরা দ্রুত দোষীদের আটক ও তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি। অন্যথায় সারাদেশের সাংবাদিকদের নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

পিরোজপুর: সাংবাদিক নাদিমকে হত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন পিরোজপুরে কর্তব্যরত সাংবাদিকদের একাংশ। মানববন্ধনে বক্তরা নাদিমের হত্যাকারী সব সন্ত্রাসীদের গ্রেপ্তারের পাশাপাশি সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যার সঠিক বিচার নিশ্চিত করার দাবি জানান।

পঞ্চগড়: নাদিম হত্যার প্রতিবাদ ও জড়িতদের ফাঁসির দাবিতে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ের পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী হামলায় সাংবাদিক নিহত: দেশব্যাপী প্রতিবাদ

আপডেট টাইম : ০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের হামলায় গোলাম রব্বানী নাদিম নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ১০টার দিকে বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় হামলার শিকার হন তিনি।

সাংবাদিক গোলাম রব্বানী অনলাইন পোর্টাল ‘বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের’ জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। একই সঙ্গে তিনি বকশীগঞ্জ উপজেলার সংবাদ সংগ্রাহক হিসেবে কাজ করতেন। তিনি ওই উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের ছেলে।

এই ঘটনার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করেছেন সাংবাদিরা। রাইজিংবিডির নিজস্ব প্রতিবেদক, জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন।

সাভার: নাদিম হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে সাভারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। শুক্রবার (১৬ জুন) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে আশুলিয়া প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় সংবাদকর্মীরা।

নাটোর: নাদিম হত্যার প্রতিবাদে শুক্রবার (১৬ জুন) সকাল ১১টার দিকে নাটোর প্রেসক্লাব চত্বরে সাংবাদিকরা মানববন্ধন করেন। এ সময় বক্তারা বলেন, বিভিন্ন সময় সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা এমন নির্মম ঘটনা ঘটাতে সাহস পেয়েছে। বক্তারা নাদিম হত্যার সুষ্ঠ বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মানিকগঞ্জ: নাদিমকে হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গণমাধ্যমকর্মীরা। শুক্রবার (১৬ জুন)  দুপুর সাড়ে ১২ টার দিকে প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের আয়োজনে ও মানিকগঞ্জ প্রেসক্লাব এবং সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা: নাদিমকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তিতে সাতক্ষীরায় মানববন্ধন  হয়েছে।  শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি।

টাঙ্গাইল: নাদিম হত্যার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকাল ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়।

বাগেরহাট: নাদিম হত্যার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের সামনে এই মানববন্ধন হয়।

মাগুরা: নাদিম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাগুরা জেলা প্রেসক্লাব। বৃহস্পতিবার (১৫ জুন) রাতে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃত্তি দিয়েছেন মাগুরা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান।

লক্ষ্মীপুর: নাদিমকে পিটিয়ে হত্যার ঘটনায় লক্ষ্মীপুরে প্রতিবাদ সভা করা হয়েছে। প্রতিবাদ সভা থেকে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বক্তারা। বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের আয়োজনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নিয়ে এ হুঁশিয়ারি দেন।

মাদারীপুর: মাদারীপুরে শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে বাংলানিউজ২৪ এর জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তরা, সংবাদিক হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রাজবাড়ী:  জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকেরা।

শুক্রবার (১৬ জুন) সকাল ১১টার দিকে পাংশা প্রেসক্লাবের উদ্দ্যেগে শহরের মালেকপ্লাজার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তরা বলেন, সাংবাদিক নির্যাতন বেড়েই চলেছে। সাংবাদিকদের কোন নিরাপত্তা নেই। আমরা রব্বানী হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কুষ্টিয়া: বাংলানিউজের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন কুষ্টিয়ায় কর্মরত সংবাদিকরা।  মানববন্ধনে বক্তরা আজ পর্যন্ত সাংবাদিক হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় একের পর এক সাংবাদিকরা হত্যার স্বীকার হচ্ছেন বলে দাবি করেন।

দিনাজপুর: সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, নাদিমের উপর হামলার সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। যেখানে তার ওপর হামলাকারীদের ফুটেজ রয়েছে।

সাভার: গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ আয়োজিত মানববন্ধনে সাভারের সাংবাদিকরা জানান, আমাদের সহকর্মী সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুধুমাত্র সংবাদ প্রকাশের জেরেই স্থানীয় এক ইউপি চেয়ারম্যান তার উপর এই হামলা চালিয়েছে। আমরা দ্রুত দোষীদের আটক ও তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি। অন্যথায় সারাদেশের সাংবাদিকদের নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

পিরোজপুর: সাংবাদিক নাদিমকে হত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন পিরোজপুরে কর্তব্যরত সাংবাদিকদের একাংশ। মানববন্ধনে বক্তরা নাদিমের হত্যাকারী সব সন্ত্রাসীদের গ্রেপ্তারের পাশাপাশি সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যার সঠিক বিচার নিশ্চিত করার দাবি জানান।

পঞ্চগড়: নাদিম হত্যার প্রতিবাদ ও জড়িতদের ফাঁসির দাবিতে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ের পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন সাংবাদিকরা।