ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভিসানীতি নিয়ে ভাবছে না র‌্যাব: খন্দকার মঈন

বাঙালী কণ্ঠ ডেস্কঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে র‌্যাব ভাবছে না। আমরা সন্ত্রাস ও জঙ্গিমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছি।

মঙ্গলবার (৩ অক্টোবর) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে র‌্যাব অস্বস্তিতে আছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, যে ভিসানীতির কথা বলা হচ্ছে সেটি ২০২১ সালের ডিসেম্বরে ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা চলমান। তাই বিষয়টি নতুন নয়। আমরা মনে করি, র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে কাজ করছে। আমরা আগের মতোই কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে ভিসানীতি কার ওপর, কীভাবে প্রয়োগ করা হচ্ছে তা নিয়ে ভাবছি না।

মিডিয়া উইংয়ের এই পরিচালক আরও বলেন, ভিসানীতি সুনির্দিষ্ট একটি দেশের বিষয়। তারা (যুক্তরাষ্ট্র) তাদের বিবেচনায় কাজ করছে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এ ছাড়া, ভিসানীতি শুধু র‍্যাবের ওপর আরোপ করা হয়েছে- এমন কথাও সে দেশটি বলেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ভিসানীতি নিয়ে ভাবছে না র‌্যাব: খন্দকার মঈন

আপডেট টাইম : ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩

বাঙালী কণ্ঠ ডেস্কঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে র‌্যাব ভাবছে না। আমরা সন্ত্রাস ও জঙ্গিমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছি।

মঙ্গলবার (৩ অক্টোবর) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে র‌্যাব অস্বস্তিতে আছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, যে ভিসানীতির কথা বলা হচ্ছে সেটি ২০২১ সালের ডিসেম্বরে ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা চলমান। তাই বিষয়টি নতুন নয়। আমরা মনে করি, র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে কাজ করছে। আমরা আগের মতোই কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে ভিসানীতি কার ওপর, কীভাবে প্রয়োগ করা হচ্ছে তা নিয়ে ভাবছি না।

মিডিয়া উইংয়ের এই পরিচালক আরও বলেন, ভিসানীতি সুনির্দিষ্ট একটি দেশের বিষয়। তারা (যুক্তরাষ্ট্র) তাদের বিবেচনায় কাজ করছে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এ ছাড়া, ভিসানীতি শুধু র‍্যাবের ওপর আরোপ করা হয়েছে- এমন কথাও সে দেশটি বলেনি।