ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করেছেন—এমন একটি খবর প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে। সেখানে বলা হয়, আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের আমেরিকান ক্লাবে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
তবে বৈঠকের খবরটি সঠিক নয় বলে দাবি করেছে বিএনপি। আজ রাতে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ কথা বলেন।
শায়রুল কবির খান বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে একটি বিভ্রান্তিকর সংবাদ বেরিয়েছে। আজ দুপুরে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করছেন—এই সংবাদটি মহাসচিবের দৃষ্টি গোচরে আসার পর তিনি আমাকে বলেছেন, এ ধরনের কোনো বৈঠক হয়নি, সম্পূর্ণ মিথ্যা ও গুজব ছড়ানো হচ্ছে।’
আজ রাজধানীতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি দিনে-রাতে পিটার হাসের কাছে দৌড়ে যায়। আমি জানি না পিটার হাস তাদের কী স্বপ্ন দেখিয়েছেন। পিটার হাস কী করবেন? নিষেধাজ্ঞা দেবেন? তাদের মুরব্বিদের সঙ্গেও আমাদের কথা হয়ে গেছে। তলে তলে সব ঠিক হয়ে গেছে, দৌড়াদৌড়ি করে লাভ হবে না।’