ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাইডেনের কথিত উপদেষ্টার বিচার হবে কোন আইনে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

বাঙালী কণ্ঠ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘জো বাইডেনের কথিত ভুয়া উপদেষ্টা সম্পর্কে আমেরিকা বলেছে, ওই লোক তাদের কেউ না। আমেরিকা তাদের আইনে হয়তো তার বিচার করবে, দেশের আইনেও তার বিচার হবে।’

শনিবার (৪ নভেম্বর) সকালে সিলেট নগরের আম্বরখানায় ইউনিমার্ট কমপ্লেক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এর আগে তিনি ইউনিমার্ট কমপ্লেক্স ঘুরে দেখেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে। ২৮ তারিখ শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে তারা পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, বিচারকের বাসায় হমলা ও হাসপাতালে আগুন দিয়েছে।’

বিএনপির এ জন্য ক্ষমা চাওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, ‘এর জন্য জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে দোষীদের দল থেকে বহিষ্কার করা উচিত।’

গতকাল শুক্রবার রাতে সিলেট মহানগরের ৮ নম্বর ওয়ার্ডে সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ প্রচার ও আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উঠান বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২৮ অক্টোবর রাজধানীর সহিংসতা নিয়ে জাতিসংঘ যে বিবৃতি দিয়েছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এটি একপেশে বিবৃতি।’

তিনি বলেন, ‘আমরা তাদের কাছে ওই দিনের সঠিক চিত্র তুলে ধরব। এরপর আশা করছি, তারা তাদের অবস্থান পরিবর্তন করবে।

সরকারের পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে সমাবেশের ডাক দেয় বিএনপি। ওই দিন রাজধানীতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। এরপর এ ঘটনায় জাতিসংঘরে পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে সহিংসতায় সরকারের দায় রয়েছে বলেও উল্লেখ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাইডেনের কথিত উপদেষ্টার বিচার হবে কোন আইনে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩

বাঙালী কণ্ঠ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘জো বাইডেনের কথিত ভুয়া উপদেষ্টা সম্পর্কে আমেরিকা বলেছে, ওই লোক তাদের কেউ না। আমেরিকা তাদের আইনে হয়তো তার বিচার করবে, দেশের আইনেও তার বিচার হবে।’

শনিবার (৪ নভেম্বর) সকালে সিলেট নগরের আম্বরখানায় ইউনিমার্ট কমপ্লেক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এর আগে তিনি ইউনিমার্ট কমপ্লেক্স ঘুরে দেখেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে। ২৮ তারিখ শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে তারা পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, বিচারকের বাসায় হমলা ও হাসপাতালে আগুন দিয়েছে।’

বিএনপির এ জন্য ক্ষমা চাওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, ‘এর জন্য জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে দোষীদের দল থেকে বহিষ্কার করা উচিত।’

গতকাল শুক্রবার রাতে সিলেট মহানগরের ৮ নম্বর ওয়ার্ডে সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ প্রচার ও আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উঠান বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২৮ অক্টোবর রাজধানীর সহিংসতা নিয়ে জাতিসংঘ যে বিবৃতি দিয়েছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এটি একপেশে বিবৃতি।’

তিনি বলেন, ‘আমরা তাদের কাছে ওই দিনের সঠিক চিত্র তুলে ধরব। এরপর আশা করছি, তারা তাদের অবস্থান পরিবর্তন করবে।

সরকারের পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে সমাবেশের ডাক দেয় বিএনপি। ওই দিন রাজধানীতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। এরপর এ ঘটনায় জাতিসংঘরে পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে সহিংসতায় সরকারের দায় রয়েছে বলেও উল্লেখ করা হয়।