ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সঠিক তালিকা করুন, গৃহহীনদের ঘর নির্মাণ করে দেবে সরকার: প্রধানমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ   ডিসি সম্মেলনে অংশ নেয়া মাঠ প্রশাসনের ৬৪ ডিসি ও আট বিভাগীয় কমিশনারদের বন্যার কারণে গৃহহীন হয়ে পড়া মানুষের সঠিক তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সঠিক তালিকা করুন। গৃহহীনদের ঘর নির্মাণ করে দেবে সরকার।

মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁও নিজ কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অবৈধ ক্ষমতাদখলকারী ও যুদ্ধাপরাধীরা দেশকে

ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অগ্রযাত্রা শুরু হয়। এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, জনসমর্থন না থাকলে অনেক দেশই আসবে আমাদের নিয়ে খেলতে। কাজেই আমরা স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারলে কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না। পাশাপাশি উন্নয়ন করে উন্নত দেশে পরিণত হতে হবে। স্বাধীন জাতি হিসেবে এগিয়ে যাবো বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শেখ হাসিনা বলেন, আমরা যে বৈষম্যের শিকার ছিলাম, তা থেকে মুক্ত করতেই জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। স্বাধীন জাতি হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো।

তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দেশের অগ্রযাত্রা শুরু। বাংলাদেশের অর্থনীতি সাবলম্বী করতে বঙ্গবন্ধু বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। কিন্তু স্বাধীনতার বিরোধীতাকারীরা ২১ বছর ধরে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সঠিক তালিকা করুন, গৃহহীনদের ঘর নির্মাণ করে দেবে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ   ডিসি সম্মেলনে অংশ নেয়া মাঠ প্রশাসনের ৬৪ ডিসি ও আট বিভাগীয় কমিশনারদের বন্যার কারণে গৃহহীন হয়ে পড়া মানুষের সঠিক তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সঠিক তালিকা করুন। গৃহহীনদের ঘর নির্মাণ করে দেবে সরকার।

মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁও নিজ কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অবৈধ ক্ষমতাদখলকারী ও যুদ্ধাপরাধীরা দেশকে

ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অগ্রযাত্রা শুরু হয়। এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, জনসমর্থন না থাকলে অনেক দেশই আসবে আমাদের নিয়ে খেলতে। কাজেই আমরা স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারলে কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না। পাশাপাশি উন্নয়ন করে উন্নত দেশে পরিণত হতে হবে। স্বাধীন জাতি হিসেবে এগিয়ে যাবো বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শেখ হাসিনা বলেন, আমরা যে বৈষম্যের শিকার ছিলাম, তা থেকে মুক্ত করতেই জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। স্বাধীন জাতি হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো।

তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দেশের অগ্রযাত্রা শুরু। বাংলাদেশের অর্থনীতি সাবলম্বী করতে বঙ্গবন্ধু বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। কিন্তু স্বাধীনতার বিরোধীতাকারীরা ২১ বছর ধরে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।