বাঙালী কণ্ঠ নিউজঃ সারাদেশে বর্তমান সময়ের মতো শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পস্থিতি ধরে রাখতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এ মুহূর্তে ভালো আছে। নিজ নিজ এলাকায় এ শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘ডিসিরা আমাকে জানিয়েছেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পর্যাপ্ত সংখ্যক পুলিশ পাওয়া যায় না। এটা একটা বড় সমস্যা।’ আমি তাদের আশ্বাস দিয়েছি, ‘এখন থেকে ডিসিদের চাহিদা অনুযায়ী পুলিশ এবং আনসার সদস্য দেওয়া হবে।’’
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের তৃতীয়দিনের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এ সময় ডিসিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছি। পাশাপাশি আত্মসমার্পণ করা মাদক ব্যবহারকারী ও পাচারকারীদের পুর্নবাসন কারারও নির্দেশনা দিয়েছি।