ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের যে তারিখ ঘোষণা করবেন, সেই তারিখেই নির্বাচন হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমরা দায়িত্ব নিয়েছি ৪ মাস এখনো হয়নি। আমরা নির্বাচনের পথে এগোচ্ছি। নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন কমিশনাররা শপথ নিয়েছেন। এরপর ভোটার লিস্ট হালনাগাদ করা হবে। নির্বাচনের জন্য যা যা করা লাগে আমরা করব। প্রধান উপদেষ্টা যে তারিখ ঘোষণা করবেন সে তারিখেই ভোট হবে।’

আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘১৫ বছর পর জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। ভোটের সংস্কৃতি বিলুপ্ত হয়ে গিয়েছিল। যারা ম্যান্ডেট পাবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। আমরা ক্ষমতা ধরে রাখতে আসিনি। আমরা আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তাদের পথ সুগম করার জন্য এসেছি।‘

উপদেষ্টা বলেন, ‘দেশের সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে দেশি-বিদেশি নানা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে। একটি বৈষম্যহীন দেশ গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চলছে। কোনোভাবেই এই চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেওয়া যাবে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

আপডেট টাইম : ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের যে তারিখ ঘোষণা করবেন, সেই তারিখেই নির্বাচন হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমরা দায়িত্ব নিয়েছি ৪ মাস এখনো হয়নি। আমরা নির্বাচনের পথে এগোচ্ছি। নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন কমিশনাররা শপথ নিয়েছেন। এরপর ভোটার লিস্ট হালনাগাদ করা হবে। নির্বাচনের জন্য যা যা করা লাগে আমরা করব। প্রধান উপদেষ্টা যে তারিখ ঘোষণা করবেন সে তারিখেই ভোট হবে।’

আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘১৫ বছর পর জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। ভোটের সংস্কৃতি বিলুপ্ত হয়ে গিয়েছিল। যারা ম্যান্ডেট পাবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। আমরা ক্ষমতা ধরে রাখতে আসিনি। আমরা আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তাদের পথ সুগম করার জন্য এসেছি।‘

উপদেষ্টা বলেন, ‘দেশের সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে দেশি-বিদেশি নানা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে। একটি বৈষম্যহীন দেশ গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চলছে। কোনোভাবেই এই চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেওয়া যাবে না।’