ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

দিনাজপুরে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ বুধবার এটিই দেশের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দিনের বেলা ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। কনকনে ঠাণ্ডায় জনজীবনে ভোগান্তি বাড়ছে।

আজ বছরের প্রথম দিনের শুরুতেই দিনাজপুরের দেশের সর্বনিম্ন তাপমাত্রা প্রবাহিত হয়।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর জেলায়, ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪ কিলোমিটার।

গতকাল মঙ্গলবার বছরের শেষ দিনে দিনাজপুর জেলায় দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। যা দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেতুলিয়ায় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, মৃদু শৈত্য প্রবাহে সৃষ্ট হাড় কাঁপানো শীতে বিপর্যপ্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত ঘটছে। সবচেয়ে বেশি কষ্টে আছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। দিনের বেলায় হাইওয়ে রাস্তা গুলোতে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। কনকনে ঠান্ডায় ঘর থেকে বের হতে পারছেন না খেটে খাওয়া মানুষ। শীতের প্রভাবে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। যার মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি।

শীত বেশি অনুভূত হওয়ায় এবং হিমেল হাওয়া অব্যাহত থাকায়, মানুষ শহরের পুরাতন কাপড়ের দোকানগুলোতে সারাদিন ভিড় জমাচ্ছেন। বেচাকেনাও বেশি হচ্ছে। সন্ধ্যার পর দোকানগুলো থেকে ক্রেতাদেরকে হাতের ও পায়ের মোজা, মাফলার, টুপি, কানটুপি জাতীয় কাপড় কিনতে দেখা যায়।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন আরও জানান, আজ বুধবার দিনাজপুরে সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ। বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ৪ কিলোমিটার প্রবাহিত হচ্ছে। উত্তর অঞ্চলেরশৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে বলে, তিনি নিশ্চিত করেছেন।

দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, সরকারিভাবে এ পর্যন্ত প্রায় ২৫ হাজার কম্বল ও ৫ হাজার শিশু পোশাক জেলার ১৩টি উপজেলার মধ্য বিতরণ করা হয়েছে। শীতার্ত জনসাধারণের জন্য আরও ৫০ হাজার পিস শীত বস্ত্র চাহিদায় আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে ই-মেইল বার্তা প্রেরণ করা হয়েছে। তিনি জেলার বিত্তবান ও বেসরকারি সংস্থাগুলোকে শীতার্ত দরিদ্র জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য আহ্বান জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

আপডেট টাইম : ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

দিনাজপুরে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ বুধবার এটিই দেশের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দিনের বেলা ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। কনকনে ঠাণ্ডায় জনজীবনে ভোগান্তি বাড়ছে।

আজ বছরের প্রথম দিনের শুরুতেই দিনাজপুরের দেশের সর্বনিম্ন তাপমাত্রা প্রবাহিত হয়।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর জেলায়, ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪ কিলোমিটার।

গতকাল মঙ্গলবার বছরের শেষ দিনে দিনাজপুর জেলায় দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। যা দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেতুলিয়ায় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, মৃদু শৈত্য প্রবাহে সৃষ্ট হাড় কাঁপানো শীতে বিপর্যপ্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত ঘটছে। সবচেয়ে বেশি কষ্টে আছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। দিনের বেলায় হাইওয়ে রাস্তা গুলোতে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। কনকনে ঠান্ডায় ঘর থেকে বের হতে পারছেন না খেটে খাওয়া মানুষ। শীতের প্রভাবে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। যার মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি।

শীত বেশি অনুভূত হওয়ায় এবং হিমেল হাওয়া অব্যাহত থাকায়, মানুষ শহরের পুরাতন কাপড়ের দোকানগুলোতে সারাদিন ভিড় জমাচ্ছেন। বেচাকেনাও বেশি হচ্ছে। সন্ধ্যার পর দোকানগুলো থেকে ক্রেতাদেরকে হাতের ও পায়ের মোজা, মাফলার, টুপি, কানটুপি জাতীয় কাপড় কিনতে দেখা যায়।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন আরও জানান, আজ বুধবার দিনাজপুরে সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ। বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ৪ কিলোমিটার প্রবাহিত হচ্ছে। উত্তর অঞ্চলেরশৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে বলে, তিনি নিশ্চিত করেছেন।

দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, সরকারিভাবে এ পর্যন্ত প্রায় ২৫ হাজার কম্বল ও ৫ হাজার শিশু পোশাক জেলার ১৩টি উপজেলার মধ্য বিতরণ করা হয়েছে। শীতার্ত জনসাধারণের জন্য আরও ৫০ হাজার পিস শীত বস্ত্র চাহিদায় আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে ই-মেইল বার্তা প্রেরণ করা হয়েছে। তিনি জেলার বিত্তবান ও বেসরকারি সংস্থাগুলোকে শীতার্ত দরিদ্র জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য আহ্বান জানিয়েছেন।