বাঙালী কণ্ঠ নিউজঃ মিয়ানমারের সঙ্গে সংযুক্ত বাংলাদেশের ২৭১ কিলোমিটার সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক আবুল হাসান।
বুধবার বিকেলে বিজিবি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি সীমান্তে বিজিবির সক্ষমতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। এর মধ্যে মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তে মাদকের চোরাচালান রোধে যৌথ অভিযান পরিচালনা করব।
মাদকের বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে এর গডফাদারদের চিহ্নিত করে বিজিবিকে সহায়তা করার অহ্বান জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, নাফ নদীতে ১৫ দিন নৌকা চলাচল বন্ধ রাখা হবে। এটি হবে পরীক্ষামূলক। এতে মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করা যাবে।
বিস্তারিত আসছে …