বাঙালী কণ্ঠ নিউজঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ৭৯ তলা আবাসিক ভবন টর্চ টাওয়ারে আবারও বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। দু’বছরে ওই বহুতল ভবনটিতে দু’বার আগুনের ঘটনা ঘটল। এর আগে ২০১৫ সালের ভবনটিতে আগুনের ঘটনা ঘটে।
স্থানীয় সময় শুক্রবার ভোরে ভবটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার পরই ভবনটি খালি করে ফেলা হয়ে। তবে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
দুবাই ফায়ার সার্ভিস সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানায়, টর্চ টাওয়ারে আগুনের খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। দুই ঘণ্টার চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সংস্থাটি আরও বলে, টর্চ টাওয়ারে কেন আগুনের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। সবকিছু নিয়ন্ত্রণে আছে। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
৭৯ তলার বিশ্বের সর্বোচ্চ এই আবাসিক ভবনটি বসবাসের জন্য খুলে দেয়া হয় ২০১১ সালে। তখন এটি ছিলে বিশ্বের সবচেয়ে বড় আবাসিক ভবন। কিন্তু বর্তমানে আরো ছয়টি ভবন এটিকে ছাড়িয়ে গেছে।