ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে মোদির চিঠি

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই চিঠিতে কী আছে, সেটা প্রকাশ পায়নি।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এই চিঠি হস্তান্তর করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় শ্রিংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নরেন্দ্র মোদি সরকারের মূল্যায়ন নিয়ে লেখা ‘মার্চিং উইথ অ্য বিলিয়ন’ নামে একটা বইও তুলে দেন।

মোদি সরকারের তিন বছরের মূল্যায়ন নিয়ে ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের জ্যেষ্ঠ সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক উদয় মেহুরকার বইটি লেখেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত এপ্রিল চার দিনের সফরে ভারত সফর করে এসেছেন। এই সফরে মোট ১১টি চুক্তি ও ২৪টি সমঝোতা স্মারক সই হয়েছে দুই দেশের মধ্যে। তবে বহুল আকাঙ্ক্ষিত তিস্তার পানিবণ্টন চুক্তি হয়নি। যদিও মোদি জানিয়েছেন, দুই দেশের বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থানেই এই চুক্তি হবে।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জার্মান পার্লামেন্টের সদস্য হাসন পিটার উহি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ ও জার্মানির মজবুত সম্পর্কের কথা উল্লেখ করেন তিনি।

চলতি বছর শেখ হাসিনার জার্মানির মিউনিখ সফরের কথা স্মরণ করে তখন ই-পাসপোর্টের জন্য দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করেন। এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের বিষয়েও প্রধানমন্ত্রী আশার কথা বলেন।

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে সস্তা শ্রমিকসহ অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণ করে বিনিয়োগ করতে জার্মান বিনিযোগকারীদের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

প্রধানমন্ত্রীকে মোদির চিঠি

আপডেট টাইম : ১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই চিঠিতে কী আছে, সেটা প্রকাশ পায়নি।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এই চিঠি হস্তান্তর করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় শ্রিংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নরেন্দ্র মোদি সরকারের মূল্যায়ন নিয়ে লেখা ‘মার্চিং উইথ অ্য বিলিয়ন’ নামে একটা বইও তুলে দেন।

মোদি সরকারের তিন বছরের মূল্যায়ন নিয়ে ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের জ্যেষ্ঠ সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক উদয় মেহুরকার বইটি লেখেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত এপ্রিল চার দিনের সফরে ভারত সফর করে এসেছেন। এই সফরে মোট ১১টি চুক্তি ও ২৪টি সমঝোতা স্মারক সই হয়েছে দুই দেশের মধ্যে। তবে বহুল আকাঙ্ক্ষিত তিস্তার পানিবণ্টন চুক্তি হয়নি। যদিও মোদি জানিয়েছেন, দুই দেশের বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থানেই এই চুক্তি হবে।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জার্মান পার্লামেন্টের সদস্য হাসন পিটার উহি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ ও জার্মানির মজবুত সম্পর্কের কথা উল্লেখ করেন তিনি।

চলতি বছর শেখ হাসিনার জার্মানির মিউনিখ সফরের কথা স্মরণ করে তখন ই-পাসপোর্টের জন্য দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করেন। এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের বিষয়েও প্রধানমন্ত্রী আশার কথা বলেন।

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে সস্তা শ্রমিকসহ অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণ করে বিনিয়োগ করতে জার্মান বিনিযোগকারীদের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।