বাঙালী কণ্ঠ নিউজঃ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ আদালতের রায়ে ষোড়শ সংশোধনী বাতিলের পর্যবেক্ষণের দিকে ইঙ্গিত করে বলেছেন, ‘অনেক কথা শুনি, সব কথার উত্তর দেয়া যায় না, সময় হলে সব কথার উত্তর দেব।’
বুধবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
সম্প্রতি সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগ যে রায় দিয়েছে এর পর্যবেক্ষণে বলা হয়েছে, ‘একক কোনো ব্যক্তিত্বের দ্বারা দেশ স্বাধীন হয়নি।’ সেই দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে শুধু নেতৃত্বই দেননি, আওয়ামী লীগ সংগঠন গড়ে তুলেছেন। মন্ত্রিত্ব ছেড়েছেন এই সংগঠন গড়ে তুলছে। সারা দেশে ঘুরেছেন, মানুষকে মুক্তির পক্ষে সংগঠিত করেছেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এজন্য ২৫ মার্চ রাতে তাকে ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী। এহিয়া খান তাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির রায়ও দেন। আর কাউকে তো ফাঁসির রায় দেননি। এতেই বোঝা যায় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা কতটুকু।’
বিচারপতিদের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘যারা এই কথা বলে যে কোনো একক ব্যক্তিত্বের দ্বারা দেশ স্বাধীন হয়নি তারা কি এহিয়া খানের ভাষণটা পড়েননি? সেই ভাষণটা পড়ে দেখুন কাকে দোষারোপ করা হয়েছে।’ (বিস্তারিত আসছে…)