ঢাকা , বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী আজ বন্যাকবলিত কুড়িগ্রাম ও দিনাজপুর যাচ্ছেন

বাঙালী কণ্ঠ নিউজঃ দেশের বন্যাকবলিত জেলা দিনাজপুর ও কুড়িগ্রাম পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার দুই জেলার বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ কথা জানিয়েছে।

দিনাজপুর প্রতিনিধি জানান, আজ সকাল সাড়ে ১০টায় দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানের হেলিপ্যাডে প্রধানমন্ত্রীর অবতরণ করার কথা রয়েছে। এরপর বেলা ১১টায় দিনাজপুর জিলা স্কুল আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেবেন তিনি। পরে বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরা হাই স্কুল আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর তিনি কুড়িগ্রাম জেলার উদ্দেশে রওনা হবেন।

এরপর প্রধানমন্ত্রী কুড়িগ্রাম জেলা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন এবং পাঙ্গারানী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। এ ছাড়া এই মাঠে আয়োজিত এক সমাবেশেও বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

এরই মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচির জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন। ত্রাণ বিতরণ শেষে আজ বিকেলেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

প্রধানমন্ত্রী আজ বন্যাকবলিত কুড়িগ্রাম ও দিনাজপুর যাচ্ছেন

আপডেট টাইম : ০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ দেশের বন্যাকবলিত জেলা দিনাজপুর ও কুড়িগ্রাম পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার দুই জেলার বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ কথা জানিয়েছে।

দিনাজপুর প্রতিনিধি জানান, আজ সকাল সাড়ে ১০টায় দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানের হেলিপ্যাডে প্রধানমন্ত্রীর অবতরণ করার কথা রয়েছে। এরপর বেলা ১১টায় দিনাজপুর জিলা স্কুল আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেবেন তিনি। পরে বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরা হাই স্কুল আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর তিনি কুড়িগ্রাম জেলার উদ্দেশে রওনা হবেন।

এরপর প্রধানমন্ত্রী কুড়িগ্রাম জেলা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন এবং পাঙ্গারানী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। এ ছাড়া এই মাঠে আয়োজিত এক সমাবেশেও বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

এরই মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচির জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন। ত্রাণ বিতরণ শেষে আজ বিকেলেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।