ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বন্যার্তদের পাশে দাঁড়ান, বিত্তবানদের প্রধানমন্ত্রীর আহ্বান

বাঙালী কণ্ঠ নিউজঃ বন্যা কবলিতদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানিয়েছেন তিনি।  এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বন্যায় ফসলের বেশ ক্ষতি হচ্ছে। রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। নদী ভাঙায় অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছে মাননুষ। এই রকম পরিস্থিতিতে আমি আশা করি, আমাদের বিত্তশালীরা বন্যাদুর্গতদের পাশে এসে দাঁড়াবেন।’ প্রসঙ্গত, গত দুই সপ্তাহ ধরে চলমান বন্যায় দেশের ৩২ জেলার প্রায় পৌনে এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে ২০ জেলায় ১৩২ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে সর্বস্ব হারিয়েছেন দুই লাখ ৯৬ হাজার ২৭৯ জন। আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছেন ৭১ লাখ ৮৬ হাজার ৩৫৮ জন। এ পর্যন্ত ৩২ জেলার বন্যা দুর্গতদের মধ্যে ৯ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকা নগদ, ২০ হাজার ৭১৮ মেট্রিক টন চাল এবং ৫৫ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বন্যা কবলিত সব জেলাতেই কমিটি করে বন্যা দুর্গতদের পুনর্বাসনের কাজে সহযোগিতা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যার্তদের পাশে দাঁড়ান, বিত্তবানদের প্রধানমন্ত্রীর আহ্বান

আপডেট টাইম : ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ বন্যা কবলিতদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানিয়েছেন তিনি।  এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বন্যায় ফসলের বেশ ক্ষতি হচ্ছে। রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। নদী ভাঙায় অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছে মাননুষ। এই রকম পরিস্থিতিতে আমি আশা করি, আমাদের বিত্তশালীরা বন্যাদুর্গতদের পাশে এসে দাঁড়াবেন।’ প্রসঙ্গত, গত দুই সপ্তাহ ধরে চলমান বন্যায় দেশের ৩২ জেলার প্রায় পৌনে এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে ২০ জেলায় ১৩২ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে সর্বস্ব হারিয়েছেন দুই লাখ ৯৬ হাজার ২৭৯ জন। আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছেন ৭১ লাখ ৮৬ হাজার ৩৫৮ জন। এ পর্যন্ত ৩২ জেলার বন্যা দুর্গতদের মধ্যে ৯ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকা নগদ, ২০ হাজার ৭১৮ মেট্রিক টন চাল এবং ৫৫ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বন্যা কবলিত সব জেলাতেই কমিটি করে বন্যা দুর্গতদের পুনর্বাসনের কাজে সহযোগিতা করা হচ্ছে।