বাঙালী কণ্ঠ নিউজঃ সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের ১ দিনের বেতনের টাকা লালমনিরহাটে বন্যার্তদের মাঝে বিতরণ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে জেলার তিস্তা ব্যারাজ এলাকায় দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রাণ বিতরণের উদ্ধোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি।প্রতিটি বন্যার্ত পরিবারকে ১ হাজার টাকা করে ১ হাজার পরিবারকে মোট ১০ লক্ষ টাকা বিতরণ করা হয় সংস্কৃতি মন্ত্রণালয় থেকে।
এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, শুধু আমি কেন এরকম নজিরবিহীন বন্যা দেখেননি এই অঞ্চলের মানুষ। উত্তরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পুর্নবাসন কর্মসূচি শুরু করেছে আওয়ামীলীগ সরকার। ১ টি মানুষও যেন না খেয়ে থাকে সেজন্য কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লালমনিরহাট ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রেজাউল আলম সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ইউএনও সৈয়দ এনামুল কবির ও পিআইও ফেরদৌস আহম্মেদ।