রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আজ মঙ্গলবার দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশনে পাস হওয়া চারটি বিলে সম্মতি দিয়েছেন। তিনি বিলগুলোতে সম্মতি দেওয়ায় এগুলো আইনে পরিণত হল।
বিলগুলো হল:
নির্দিষ্টকরণ (সর্ম্পূরক) বিল, ২০১৬ , দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল, ২০১৬, নেভি (এমেন্ডমেন্ট) বিল, ২০১৬ ও বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন) বিল, ২০১৬।
জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখার পরিচালক এ এম মোতাহের হোসেন স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে।