বাঙালী কণ্ঠ নিউজঃ সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসসহ গত ৬০ দিনে ৬ জন সাবেক সংসদ সদস্য মারা গেছেন। এজন্য আজ ১৮তম অধিবেশন শুরুর পরই তাদের নামে সংসদে শোক প্রস্তাব আনা হয়। পরে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন শেষে তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এর আগে স্পিকার ড. শিরীন শারশিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়। এ সময় সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস ছাড়াও বিএনপির সাবেক এমপি এমকে আনোয়ার, তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য ও সংসদ সদস্য সরকার মোশারফ হোসেন, সাবেক এমপি শফিকুল ইসলাম, মোফাজ্জল হোসেন ও মর্তুজা হোসেন মোল্লার নামে শোক প্রস্তাব আনা হয়। ছাড়াও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও জনপ্রসাশন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম, বঙ্গবন্ধুর ব্যক্তিগত সচিব এ এম নূরুল ইসলাম, ক্রীড়াবিদ শামসুল আলাম মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নজিবুল হক সরকার, একাত্তরের গেরিলা যোদ্ধা আবুল মাসুদ সাদেক চুল্লু, নিসর্গবিদ দ্বিজেন শর্মা, ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা জসিম উদ্দিন মণ্ডল, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য অমলেশ সেন এবং বাংলাদেশের বন্ধু ফাদার মারিনো রিগনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এতে বারা হয়েছে তাদের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে।
পাশাপাশি যুক্তরাষ্ট্রে কনসার্টে সন্ত্রাসী হামলা, মেক্সিকোয় ভয়াবহ ভূমিকম্প, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ট্রাক হামলা, যুটেক্সাসে গির্জায় বন্দুকধারীদের হামলাসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে সংসদে আজ শোক প্রস্তাব আনা হয়।