বাঙালী কণ্ঠ নিউজঃ চলমান দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশনে পাস হওয়া একটি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলে রাষ্ট্রপতি সম্মতি দেয়ায় এটি এখন আইন হিসেবে কার্যকর হলো।
আজ তিনি এ বিলে সম্মতি দেন বলে জাতীয় সংসদের জনসংযোগ অধিশাখা থেকে এ তথ্য জানানো হয়।প্রসঙ্গত, জামালপুর জেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ২০ নভেম্বর বিলটি পাস হয়।