সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর কাজের সার্বিক অগ্রগতি ৩৭ ভাগ শেষ হয়েছে। এছাড়া ২৭টি পাইলিং বসানো হয়েছে।
বুধবার মাদারীপুরের শিবচরের পদ্মা সেতুর উন্নয়ন কাজ পরিদর্শণ শেষে সাংবাদিকদের তিনিএ তথ্য জানান।
ওবায়দুল কাদের আরো বলেন, অনেকে মনে করছেন এখনো পদ্মা সেতু দেখা যাচ্ছে না। তাদের জন্ম সু-খবর আগামী ডিসেম্বরে পদ্মার সেতুর পিলারের উপর ২টি স্প্যান বসানো হবে। এর পরেই পদ্মার সেতুর দৃশ্যমান কাজ দেখা যাবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুর-ই-আলম লিটন চৌধুরী, মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনসহ অন্যরা।