ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনো বই পায়নি ৮১ শতাংশ শিক্ষার্থী, অভিযোগের তীর সিন্ডিকেটের দিকে তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, মৃত বেড়ে ১২৬ জুলাই ঘোষণাপত্র’ বিষয়ক কর্মসূচি: কুমিল্লায় হাসনাত, সারজিস যাবেন নরসিংদী নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া রাইফেল খাল পাড় থেকে উদ্ধার বোরো ধানের চারায় বিষ প্রয়োগে ২ লক্ষাধিক টাকার ক্ষতি জুলাই ঘোষণাপত্র’ নিয়ে ৭ দিনব্যাপী জেলাভিত্তিক কর্মসূচি শুরু শর্ষে ও মধুর সমন্বিত চাষে লাভবান সব পক্ষ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক সীমান্ত পেরিয়ে মৈত্রী ! দিল্লি কি অবশেষে ঢাকার সঙ্গে সম্পর্ক সহজ করতে চাইছে মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ৬ চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড

মাস্ক পরার সময় যা যা করতে মানা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে সারাবিশ্বে। এই ভাইরাস এখন পর্যন্ত প্রাণ কেড়ে নিয়েছে লাখো মানুষের। আক্রান্তও হচ্ছে হাজারো মানুষ। তাইতো এই ভাইরাসের কবল থেকে বাঁচতে প্রায় সবাই এখন মাস্ক ব্যবহার করছেন।

তবে মাস্ক কেবল ব্যবহার করলেই হবে না, মানতে হবে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ও। যা সবার মেনে চলা জরুরি। রুমাল দিয়ে ঘরে বানানো বা দোকান থেকে কেনা মাস্কের কার্যকারিতা নির্ভর করে সঠিকভাবে তা পরার উপর। তাই মাস্ক পরতে হলে কী কী করবেন আর কী কী করবেন না তা জেনে নিন-

যা যা করবেন

> এমনভাবে মাস্ক পরবেন যেন তা উপরে দুই চোখের মাঝামাঝি নাকের যে অংশ ততটা ঢেকে রাখে। আর নিচে চিবুকের তলা পর্যন্ত ঢাকা থাকে।

> আঁটসাট করে মাস্ক পরুন। যেন কোথাও কোনো ফাঁক না থাকে।

যা যা করবেন না

> চিবুক খোলা রাখবেন না।

> নাকের তলা থেকে শুরু হয় এমনভাবে মাস্ক পরবেন না।

> ফাঁকা রেখে আলগা করে মাস্ক পরবেন না।

> চিবুকের তলায় ঠেলা দিয়ে মাস্ক গলায় ঝুলিয়ে রাখবেন না।

> শুধু নাকের ডগা ঢাকা রেখে মাস্ক পরবেন না।

জরুরি পরামর্শ

> মাস্ক সংক্রমণের থেকে বাঁচাতে পারে তবে ভুল করেও ভাববেন না, মাস্ক পরলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।

> সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং লকডাউনের যাবতীয় বিধিনিষেধ মেনে চলুন।

> মাস্ক পরার আগে ও পরে সব সময় হাত ধুয়ে নেবেন।

> মাস্ক পরা এবং খোলার জন্য শুধু দড়ি বা গিঁটগুলি ব্যবহার করুন।

> মাস্ক খোলার সময় কখনো এর সামনের অংশ ছোঁবেন না।

> যারা ফ্ল্যাটবাড়িতে থাকেন, ঘরে ঢোকার পর মাস্কটি খুলবেন। কারণ সিঁড়ি এবং লিফটে সংক্রমণের প্রবল সম্ভাবনা থাকে।

> প্রতিদিন মাস্ক ধুয়ে শুকিয়ে নেবেন এবং তা পরিষ্কার ও শুকনো জায়গায় রাখবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

এখনো বই পায়নি ৮১ শতাংশ শিক্ষার্থী, অভিযোগের তীর সিন্ডিকেটের দিকে

মাস্ক পরার সময় যা যা করতে মানা

আপডেট টাইম : ১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০

বাঙালী কণ্ঠ ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে সারাবিশ্বে। এই ভাইরাস এখন পর্যন্ত প্রাণ কেড়ে নিয়েছে লাখো মানুষের। আক্রান্তও হচ্ছে হাজারো মানুষ। তাইতো এই ভাইরাসের কবল থেকে বাঁচতে প্রায় সবাই এখন মাস্ক ব্যবহার করছেন।

তবে মাস্ক কেবল ব্যবহার করলেই হবে না, মানতে হবে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ও। যা সবার মেনে চলা জরুরি। রুমাল দিয়ে ঘরে বানানো বা দোকান থেকে কেনা মাস্কের কার্যকারিতা নির্ভর করে সঠিকভাবে তা পরার উপর। তাই মাস্ক পরতে হলে কী কী করবেন আর কী কী করবেন না তা জেনে নিন-

যা যা করবেন

> এমনভাবে মাস্ক পরবেন যেন তা উপরে দুই চোখের মাঝামাঝি নাকের যে অংশ ততটা ঢেকে রাখে। আর নিচে চিবুকের তলা পর্যন্ত ঢাকা থাকে।

> আঁটসাট করে মাস্ক পরুন। যেন কোথাও কোনো ফাঁক না থাকে।

যা যা করবেন না

> চিবুক খোলা রাখবেন না।

> নাকের তলা থেকে শুরু হয় এমনভাবে মাস্ক পরবেন না।

> ফাঁকা রেখে আলগা করে মাস্ক পরবেন না।

> চিবুকের তলায় ঠেলা দিয়ে মাস্ক গলায় ঝুলিয়ে রাখবেন না।

> শুধু নাকের ডগা ঢাকা রেখে মাস্ক পরবেন না।

জরুরি পরামর্শ

> মাস্ক সংক্রমণের থেকে বাঁচাতে পারে তবে ভুল করেও ভাববেন না, মাস্ক পরলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।

> সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং লকডাউনের যাবতীয় বিধিনিষেধ মেনে চলুন।

> মাস্ক পরার আগে ও পরে সব সময় হাত ধুয়ে নেবেন।

> মাস্ক পরা এবং খোলার জন্য শুধু দড়ি বা গিঁটগুলি ব্যবহার করুন।

> মাস্ক খোলার সময় কখনো এর সামনের অংশ ছোঁবেন না।

> যারা ফ্ল্যাটবাড়িতে থাকেন, ঘরে ঢোকার পর মাস্কটি খুলবেন। কারণ সিঁড়ি এবং লিফটে সংক্রমণের প্রবল সম্ভাবনা থাকে।

> প্রতিদিন মাস্ক ধুয়ে শুকিয়ে নেবেন এবং তা পরিষ্কার ও শুকনো জায়গায় রাখবেন।