ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মায়াবী চোখ

তোমার দুই চোখেতে কাজল মেখে আমাকে
ভালোবাসা দিও?
চাইলে তুমি ঘন করে মাশকারা লাগাতে পারো।

আইশ্যাডো বেশি দিয়ে চোখের পাতা উল্টোও না,
তা’হলে


তোমার চোখের ভাষা আমি বুঝব না।

এক পলক দৃষ্টি দিয়ে শুধু আমাকে দেখো,
তোমার মায়াবী চোখের ভাষা দিয়ে কাব্য লিখিব।

কাব্যের ছন্দ হারিয়ে যদি আমি উদাসী হয়ে যাই,
বুঝে নিবে অনন্তকালের জন্য তোমাকে আমি চাই।

 

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মায়াবী চোখ

আপডেট টাইম : ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০১৭

তোমার দুই চোখেতে কাজল মেখে আমাকে
ভালোবাসা দিও?
চাইলে তুমি ঘন করে মাশকারা লাগাতে পারো।

আইশ্যাডো বেশি দিয়ে চোখের পাতা উল্টোও না,
তা’হলে


তোমার চোখের ভাষা আমি বুঝব না।

এক পলক দৃষ্টি দিয়ে শুধু আমাকে দেখো,
তোমার মায়াবী চোখের ভাষা দিয়ে কাব্য লিখিব।

কাব্যের ছন্দ হারিয়ে যদি আমি উদাসী হয়ে যাই,
বুঝে নিবে অনন্তকালের জন্য তোমাকে আমি চাই।