ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকার পাহাড় গড়েছেন তারা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা: সেলিমা রহমান ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ, কী ঘটবে শেখ হাসিনার ভাগ্যে ভারতে ‘এক দেশ এক ভোট’ কি সত্যিই হবে পুলিশের কাজ পুলিশকে দিয়েই করাতে হবে, আইন হাতে তুলে নেওয়া যাবে না জাতিসংঘ অধিবেশন নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে ড. ইউনূসের বৈশ্বিক-আঞ্চলিক স্থিতিশীলতার জন্য পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক জরুরি: বাইডেন ইলিশের দাম কমছে না কেন বায়তুল মোকাররমে মুসল্লিদের মধ্যে হাতাহাতি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন বায়তুল মোকাররমে মুসল্লিদের মধ্যে হাতাহাতি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

চাষ করতে পারেন এই ৫ ভেষজ

ছোট্ট হলেও বারান্দায় এক টুকরো শখের বাগান থাকে অনেকেরই। শহুরে জীবনে একটুখানি সবুজের ছোঁয়া মন ভালো করে দেয় নিমেষেই। সেই বাগানে রাখতে পারেন এমনকিছু ভেষজ যা আপনার রান্নার কাজে প্রয়োজন হয়। তাতে গাছ লাগানো হলো আবার প্রয়োজনে কাজেও আসবে। এমন অনেক ভেষজ রয়েছে যেগুলো বারান্দায় চাষ করা সম্ভব। তবে তার মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় কয়েকটির কথা আজ উল্লেখ করবো। চলুন জেনে নেওয়া যাক এমন ৫টি ভেষজ সম্পর্কে-

পুদিনা পাতা

যেকোনো ভেষজ বাগানে পুদিনা থাকা আবশ্যক। পুদিনার চা, মোজিতো, চাটনি নানাকিছু তৈরি করতে পারবেন এটি দিয়ে। পুদিনা উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল জলবায়ুতে বৃদ্ধি পায় তবে আংশিক ছায়াযুক্ত জায়গায়ও জন্মায়। এটি বৃদ্ধির জন্য নিয়মিত পানি দেওয়ার প্রয়োজন হয়। পুদিনার গাছ রোপণ করার পর সঠিক যত্ন নিন। এটি আপনাকে বছরের পর বছর প্রচুর পাতা দিয়ে যাবে।

ধনিয়া পাতা

আমাদের রান্নার অন্যতম উপাদান হলো ধনিয়া পাতা। সুগন্ধযুক্ত এই পাতা চাটনি এবং অন্যান্য অনেক খাবার তৈরিতে ব্যবহার করা হয়। গ্রীষ্মের শেষের দিকে বা বর্ষার শুরুতে ধনিয়ার বীজ বপন করুন এতে ফলন ভালো হবে। ধনিয়া ছায়াময় স্থানে ভালো হয় এবং নিয়মিত পাতা কেটে এর বৃদ্ধি বাড়াতে পারেন।

তুলসি

তুলসি পাতা দরকার হয় বিভিন্ন কাজে। বিশেষ করে এই পাতার রস সর্দি-কাশির সমস্যায় অনেক বেশি উপকারী। এছাড়াও তুলসির চা নিয়মিত খেলে উপকার হয়। উপকারী এই গাছ লাগাতে পারেন আপনার বারান্দায়। নিয়মিত পরিচর্যার মাধ্যমে তুলসি গাছের বৃদ্ধি নিশ্চিত করুন।

কারিপাতা

দক্ষিণ ভারতীয় রন্ধনপ্রণালীর একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো কারি পাতা। অনেক খাবারে আলাদা সুগন্ধ যোগ করে এই পাতা। এটি উষ্ণ এবং আর্দ্র জলবায়ুতে জন্মায়। কারিপাতার গাছ একটি প্রশস্ত পাত্রে রোপণ করুন, কারণ এটি সময়ের সঙ্গে সঙ্গে ছোট গাছে পরিণত হবে।

ওরিগানো

ইতালীয় এবং ভূমধ্যসাগরীয় রান্নায় একটি প্রিয় উপাদান হলো এই ওরিগানো। আপনার ছোট্ট বাগানে রাখতে পারেন এই গাছ। এটি রৌদ্রোজ্জ্বল স্থানে রাখলে ভালো ফল পাবেন। ওরিগানো পাস্তা সস, পিজা টপিংস এবং মেরিনেটের জন্য উপযুক্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

টাকার পাহাড় গড়েছেন তারা

চাষ করতে পারেন এই ৫ ভেষজ

আপডেট টাইম : ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩

ছোট্ট হলেও বারান্দায় এক টুকরো শখের বাগান থাকে অনেকেরই। শহুরে জীবনে একটুখানি সবুজের ছোঁয়া মন ভালো করে দেয় নিমেষেই। সেই বাগানে রাখতে পারেন এমনকিছু ভেষজ যা আপনার রান্নার কাজে প্রয়োজন হয়। তাতে গাছ লাগানো হলো আবার প্রয়োজনে কাজেও আসবে। এমন অনেক ভেষজ রয়েছে যেগুলো বারান্দায় চাষ করা সম্ভব। তবে তার মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় কয়েকটির কথা আজ উল্লেখ করবো। চলুন জেনে নেওয়া যাক এমন ৫টি ভেষজ সম্পর্কে-

পুদিনা পাতা

যেকোনো ভেষজ বাগানে পুদিনা থাকা আবশ্যক। পুদিনার চা, মোজিতো, চাটনি নানাকিছু তৈরি করতে পারবেন এটি দিয়ে। পুদিনা উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল জলবায়ুতে বৃদ্ধি পায় তবে আংশিক ছায়াযুক্ত জায়গায়ও জন্মায়। এটি বৃদ্ধির জন্য নিয়মিত পানি দেওয়ার প্রয়োজন হয়। পুদিনার গাছ রোপণ করার পর সঠিক যত্ন নিন। এটি আপনাকে বছরের পর বছর প্রচুর পাতা দিয়ে যাবে।

ধনিয়া পাতা

আমাদের রান্নার অন্যতম উপাদান হলো ধনিয়া পাতা। সুগন্ধযুক্ত এই পাতা চাটনি এবং অন্যান্য অনেক খাবার তৈরিতে ব্যবহার করা হয়। গ্রীষ্মের শেষের দিকে বা বর্ষার শুরুতে ধনিয়ার বীজ বপন করুন এতে ফলন ভালো হবে। ধনিয়া ছায়াময় স্থানে ভালো হয় এবং নিয়মিত পাতা কেটে এর বৃদ্ধি বাড়াতে পারেন।

তুলসি

তুলসি পাতা দরকার হয় বিভিন্ন কাজে। বিশেষ করে এই পাতার রস সর্দি-কাশির সমস্যায় অনেক বেশি উপকারী। এছাড়াও তুলসির চা নিয়মিত খেলে উপকার হয়। উপকারী এই গাছ লাগাতে পারেন আপনার বারান্দায়। নিয়মিত পরিচর্যার মাধ্যমে তুলসি গাছের বৃদ্ধি নিশ্চিত করুন।

কারিপাতা

দক্ষিণ ভারতীয় রন্ধনপ্রণালীর একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো কারি পাতা। অনেক খাবারে আলাদা সুগন্ধ যোগ করে এই পাতা। এটি উষ্ণ এবং আর্দ্র জলবায়ুতে জন্মায়। কারিপাতার গাছ একটি প্রশস্ত পাত্রে রোপণ করুন, কারণ এটি সময়ের সঙ্গে সঙ্গে ছোট গাছে পরিণত হবে।

ওরিগানো

ইতালীয় এবং ভূমধ্যসাগরীয় রান্নায় একটি প্রিয় উপাদান হলো এই ওরিগানো। আপনার ছোট্ট বাগানে রাখতে পারেন এই গাছ। এটি রৌদ্রোজ্জ্বল স্থানে রাখলে ভালো ফল পাবেন। ওরিগানো পাস্তা সস, পিজা টপিংস এবং মেরিনেটের জন্য উপযুক্ত।