ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সানিয়ার চোখে ‘সেক্সি’ মানে…

সম্প্রতি ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে পদ্মভূষণ পুরস্কার পেলেন সানিয়া মির্জা। তিনি জানেন কিভাবে টেনিস কোর্টে উজ্জ্বলতা ধরে রাখতে হয়। প্রায় ৩০ বছরের প্রান্তসীমায় দাঁড়িয়েও নিজের ফিটনেস নিয়ে মোটেও চিন্তিত নন ভারতীয় এই টেনিস কন্যা।

Sania-Mirzaবৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে সানিয়া বলেন, ‘টেনিসের জন্য আমাকে নির্দিষ্ট লেভেল পর্যন্ত ফিটনেস ঠিক রাখতে হয়। আমি সে পর্যায়টি ধরে রাখতে সব কিছুই করছি।’

তিনি বলেন, ‘দৃঢ়তাই সেক্সি। আমি এটা চিন্তা করি না যে, খুব স্লিমই আকর্ষণীয়। আমি মনে করছি, সুস্থ, দৃঢ় এবং হৃষ্টপুষ্টই হল অত্যধিক আকর্ষণীয়।’

sania-mirza-1ভারতীয় টেনিস সুন্দরী বলেন, ‘প্রত্যেকে তাদের নিজ নিজ উপায়ে ফিটনেস ও ক্যারিয়ারকে নিয়ে ভাবে। আমিই একমাত্র কেউ নই। আমি কেবল আমার ভালোটাই উপলব্ধি করতে পারি।’

সানিয়া প্রায়ই চাকচিক্য ও আড়ম্বরপূর্ণ পোশাক পরিধান করেন। এতে ফটোগ্রাফাররা তাঁর ছবি তুলতে মুখিয়ে থাকে। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সানিয়া বলেন, ‘আমি যখন কোর্টে খারাপ করি, তখন চাই কেউ যেন আমার ছবি না তোলে।’

উল্লেখ্য, উইম্বলডন ও ইউএস ওপেনে মেয়েদের দ্বৈতে হিঙ্গিস-সানিয়া জুটি এখন পর্যন্ত টানা ৩৬টি ম্যাচ জিতেছে। এ ছাড়া মেয়েদের দ্বৈতে ক্যারিয়ারে হিঙ্গিসকে সঙ্গে নিয়ে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ঘরে তুলেছেন সানিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সানিয়ার চোখে ‘সেক্সি’ মানে…

আপডেট টাইম : ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬

সম্প্রতি ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে পদ্মভূষণ পুরস্কার পেলেন সানিয়া মির্জা। তিনি জানেন কিভাবে টেনিস কোর্টে উজ্জ্বলতা ধরে রাখতে হয়। প্রায় ৩০ বছরের প্রান্তসীমায় দাঁড়িয়েও নিজের ফিটনেস নিয়ে মোটেও চিন্তিত নন ভারতীয় এই টেনিস কন্যা।

Sania-Mirzaবৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে সানিয়া বলেন, ‘টেনিসের জন্য আমাকে নির্দিষ্ট লেভেল পর্যন্ত ফিটনেস ঠিক রাখতে হয়। আমি সে পর্যায়টি ধরে রাখতে সব কিছুই করছি।’

তিনি বলেন, ‘দৃঢ়তাই সেক্সি। আমি এটা চিন্তা করি না যে, খুব স্লিমই আকর্ষণীয়। আমি মনে করছি, সুস্থ, দৃঢ় এবং হৃষ্টপুষ্টই হল অত্যধিক আকর্ষণীয়।’

sania-mirza-1ভারতীয় টেনিস সুন্দরী বলেন, ‘প্রত্যেকে তাদের নিজ নিজ উপায়ে ফিটনেস ও ক্যারিয়ারকে নিয়ে ভাবে। আমিই একমাত্র কেউ নই। আমি কেবল আমার ভালোটাই উপলব্ধি করতে পারি।’

সানিয়া প্রায়ই চাকচিক্য ও আড়ম্বরপূর্ণ পোশাক পরিধান করেন। এতে ফটোগ্রাফাররা তাঁর ছবি তুলতে মুখিয়ে থাকে। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সানিয়া বলেন, ‘আমি যখন কোর্টে খারাপ করি, তখন চাই কেউ যেন আমার ছবি না তোলে।’

উল্লেখ্য, উইম্বলডন ও ইউএস ওপেনে মেয়েদের দ্বৈতে হিঙ্গিস-সানিয়া জুটি এখন পর্যন্ত টানা ৩৬টি ম্যাচ জিতেছে। এ ছাড়া মেয়েদের দ্বৈতে ক্যারিয়ারে হিঙ্গিসকে সঙ্গে নিয়ে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ঘরে তুলেছেন সানিয়া।