বাঙালী কণ্ঠ নিউজঃ লেবুর উপকারিতার বা গুণের শেষ নেই এই কথা আমরা সবাই জানি। কিন্তু লেবুর খোসারও যে অনেক গুণ রয়েছে তা হয়ত অনেকেই জানি না। তাই খাবার শেষে লেবুর খোসা ফেলে না দিয়ে আমরা ব্যবহার করতে পারি নিত্য দিনের নানা কাজে। আজ থাকছে লেবু বা এই জাতীয় ফল যেমন, কমলা, মাল্টা এগুলোর খোসার নানা উপকারিতার কথা।
ডাস্টবিনে দুর্গন্ধ এড়াতে
অনেক সময় ডাস্টবিনের ময়লা ফেলতে ভুলে গেলে ডাস্টবিন থেকে দুর্গন্ধ বেড় হতে থাকে। এমন দুর্গন্ধময় ময়লা-আবর্জনায় লেবুর খোসা নিক্ষেপ করুন। লেবুর খোষা দুর্গন্ধ শুষে নিবে। আপনি চাইলে ডাস্টবিনের আশেপাশেও লেবুর খোসা ফেলে রাখতে পারেন। তাহলে রান্না ঘরে সব সময় ফ্রেস ভাব থাকবে।
ফ্রিজ সতেজ রাখতে
ফ্রিজের ভেতরে দুর্গন্ধ এড়াতে রেখে দিতে পারেন দুই এক টুকরো লেবুর খোসা। এতে ফ্রিজ থাকবে লেবুর সুগন্ধময়।
মুখের দুর্গন্ধ এড়াতে
মুখের দুর্গন্ধ দূর করতে জুড়ি নেই লেবু বা কমলার খোসার। প্রতিদিন সকালে খালি পেটে এবং কিছুক্ষণ পরপর সারাদিন লেবু বা কমলার খোসা চিবাতে পারেন। এতে যেমন আপনার মাড়ি ভালো থাকবে তেমনি নিঃশ্বাসে থাকবে প্রাকৃতিক সজীবতা।
রান্নার কাজে
চিকেন রোস্ট রান্নার সময় খাবারে লেবুর সুগ্রাণ পেতে দুই-এক টুকরো লেবুর খোসা দিতে পারেন। সুগ্রাণের পাশাপাশি খাবারও হবে সুস্বাদু।
চিনি ঝরঝরে রাখতে
রান্নাঘরের চিনির কৌটায় রেখে দিতে পারেন এক টুকরো লেবুর খোসা। এর ফলে চিনি থাকবে একেবারে ঝরঝরে।
পোকা-মাকড়ের হাত থেকে রক্ষা পেতে
আলমারি বা ওয়ারড্রবকে কীটপতঙ্গ থেকে মুক্ত রাখতেও লেবুর খোসার জুড়ি নেই। লেবুর শুকনো খোসা শুকিয়ে একটি ছোটো পলিপ্যাকে নিয়ে মোজা কিংবা অন্তর্বাসের ড্রয়ারে রেখে দিন। দুর্গন্ধ তো দূর হবেই, সাথে সাথে আপনার পোশাক হবে দারুণ সুরভিত।
চায়ের কেটলি বা কফি পট পরিষ্কার করতে
জমে থাকা চা কিংবা কফির পট পরিষ্কার করতে পারেন লেবুর খোসা দিয়ে। এক্ষেত্রে কেটলিতে পানি নিয়ে লেবুর খোসা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করতে হবে। এরপর ময়লা জায়গা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
কাটিং বোর্ড পরিষ্কার করতে
কাটিং বোর্ডের সব ময়লা দাগ পরিষ্কার করতে লেবুর খোসা কেটে কয়েক ঘণ্টা রেখে দিন। দেখবেন একেবারে ঝকঝকে হয়ে গেছে।
মাইক্রোওয়েভ পরিষ্কার করতে
মাইক্রোওয়েভের তেল চিটচিটে হলে বাটিতে পানি দিয়ে লেবুর খোসা ছেড়ে গরম করতে হবে। এরপর পানি দিয়ে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। এতেই মাইক্রোওয়েভ ঝকঝকে হয়ে যাবে।
ত্বক উজ্জ্বল করতে
ত্বকে মেসেজ করে ধুয়ে ফেললে নরম, কোমল ও উজ্জ্বল ত্বক পাওয়া যায়।
বয়সের দাগ দূর করতে
মানুষের যখন বয়স বাড়ে তখন শরীরে বয়সের দাগ পড়ে যায়। এই দাগের ওপর লেবুর খোসা ঘসলে তা উঠে যায়।
স্কিন টনিক হিসাবে
লেবুর খোসা ত্বকে অল্প ঘষে ধুয়ে ফেললে এটি ত্বকের স্কিন টনিক হিসাবে কাজ করবে।