ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ফোঁটা ফোঁটা অশ্রু

ফোঁটা ফোঁটা অশ্রুতে বিসর্জন দেই
ঝর্না-নদী- সাগর সম কষ্ট !
প্রতিদিন, প্রতিক্ষণে ঝরে টুপ টাপ অশ্রু ফোঁটা
সাময়িক বিরতিতে ঝরে অশ্রুর ঝর্ণা ধারা।

অশ্রুর ধারা নদী হয়ে যায় সাগরে
ঢেউয়ে মিশে হয় দ্বিগুন, তিন গুন, বহুগুন
সাগরের ঢেউ চুম্বন করে সাগরের তীরে
উদাসী হাওয়ায় নগ্ন পায়ের


পাতায়,
ধুয়ে দেয়, ছুয়ে দেয় তোমায়।

সাগরের বুকে নেচে উঠে,প্রেমিক যুগল ডলফিন।
আকাশে নৃত্য করে পাখ-পাখালি, প্রকৃতির কোলাহল,
মানুষের কলরব, মাঝে মাঝে চিল শকুনের হাঁক!

আমি থাকি আঘাতের অপেক্ষায়,
যন্ত্রনার অপেক্ষায়,ঝরাতে ফোঁটা ফোঁটা অশ্রু।
লিখতে বেদনার কাবিতা, ফোটা ফোটা অশ্রুর কাব্য!

অশ্রু ফোঁটায় খুঁজে পাই ভালোবাসা!
অশ্রু ফোঁটায় ভাসে অবিশ্বাস,নির্ভতা ভঙ্গের উম্মত্ত বিলাস
প্রতারণার নগ্ন উল্লাস,বেঁচে থাকার নির্লজ্জ অভিলাষ!
ফোঁটা ফোঁটা অশ্রুতেই হোক ভালোবাসার প্রকাশ!

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ফোঁটা ফোঁটা অশ্রু

আপডেট টাইম : ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০১৬

ফোঁটা ফোঁটা অশ্রুতে বিসর্জন দেই
ঝর্না-নদী- সাগর সম কষ্ট !
প্রতিদিন, প্রতিক্ষণে ঝরে টুপ টাপ অশ্রু ফোঁটা
সাময়িক বিরতিতে ঝরে অশ্রুর ঝর্ণা ধারা।

অশ্রুর ধারা নদী হয়ে যায় সাগরে
ঢেউয়ে মিশে হয় দ্বিগুন, তিন গুন, বহুগুন
সাগরের ঢেউ চুম্বন করে সাগরের তীরে
উদাসী হাওয়ায় নগ্ন পায়ের


পাতায়,
ধুয়ে দেয়, ছুয়ে দেয় তোমায়।

সাগরের বুকে নেচে উঠে,প্রেমিক যুগল ডলফিন।
আকাশে নৃত্য করে পাখ-পাখালি, প্রকৃতির কোলাহল,
মানুষের কলরব, মাঝে মাঝে চিল শকুনের হাঁক!

আমি থাকি আঘাতের অপেক্ষায়,
যন্ত্রনার অপেক্ষায়,ঝরাতে ফোঁটা ফোঁটা অশ্রু।
লিখতে বেদনার কাবিতা, ফোটা ফোটা অশ্রুর কাব্য!

অশ্রু ফোঁটায় খুঁজে পাই ভালোবাসা!
অশ্রু ফোঁটায় ভাসে অবিশ্বাস,নির্ভতা ভঙ্গের উম্মত্ত বিলাস
প্রতারণার নগ্ন উল্লাস,বেঁচে থাকার নির্লজ্জ অভিলাষ!
ফোঁটা ফোঁটা অশ্রুতেই হোক ভালোবাসার প্রকাশ!