ঢাকা , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

হৃদরোগের জন্য উপকারী জাম

বাঙালী কণ্ঠ নিউজঃ জাম গ্রীষ্মলীন একটি ফল। এটি দেখতে সাধারণত কালো বর্ণের হয়। পৃথিবীর বিভিন্ন দেশে এর নাম বিভিন্নরকম। ব্ল্যাকবেরী, জাম্বুল, কালা জামুন, রাজামান,নেরেদু জামালিসহ আরও অনেক নামে এটাকে ডাকা হয়। তবে যেই নামেই ডাকা হোক না কেন জামের পুষ্টিগুণের শেষ নেই।

জাম নানা রোগের প্রতিষেধক হিসেকে কাজ করে। বিশেষ করে ডায়বেটিস রোগ এবং এই রোগ সংক্রান্ত জটিলতা দূর করতে দারুন কাজ করে এটি। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় জাম ক্যান্সারের ঝুঁকি কমায়।

জামে থাকা পটাশিয়াম হৃদরোগের জন্য উপকারী। প্রতি ১০০ গ্রাম জামে ৫৫ মিলিগ্রাম পটাশিয়াম থাকে। এটি উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতেও সাহায্য করে।

জামের আরেকটা গুণ হলো এটি কোষ্টকাঠিন্য কমাতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও জামের জুড়ি নেই। এতে থাকা ভিটামিন ও নানা ধরনের পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জামে থাকা পুষ্টি উপাদানের মধ্যে লবণ, চিনি, ক্যালসিয়াম, প্রোটিন, খনিজ এবং ভিটামিন সি উল্লেখযোগ্য।

ত্বক উজ্জ্বল করতেও সাহায্য করে জাম। কারণ এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রাকৃতিকভাবেই ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

জামে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, আয়রন ইত্যাদি থাকায় এটি হাড়ের সুরক্ষা করে। সেই সঙ্গে দাঁতের স্বাস্থ্যও রক্ষা করে।

রক্তে লোহিতকণিকার পরিমাণ বাড়াতে জাম বেশ কার্যকরী। কারণ এতে প্রচুর পরিমাণে আয়রণ থাকে। দিনে ১০০ গ্রাম জাম খেলে রক্তে প্রয়োজনীয় লোহিতকণিকার সেল তৈরি হয়।

এছাড়া ক্ষুধামন্দা দূর করতে, দীর্ঘমেয়াদি কাশি সারাতেও জাম বেশ কার্যকরী।

সূত্র : ডাক্তারহেলথবেনিফিটস

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

হৃদরোগের জন্য উপকারী জাম

আপডেট টাইম : ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ জাম গ্রীষ্মলীন একটি ফল। এটি দেখতে সাধারণত কালো বর্ণের হয়। পৃথিবীর বিভিন্ন দেশে এর নাম বিভিন্নরকম। ব্ল্যাকবেরী, জাম্বুল, কালা জামুন, রাজামান,নেরেদু জামালিসহ আরও অনেক নামে এটাকে ডাকা হয়। তবে যেই নামেই ডাকা হোক না কেন জামের পুষ্টিগুণের শেষ নেই।

জাম নানা রোগের প্রতিষেধক হিসেকে কাজ করে। বিশেষ করে ডায়বেটিস রোগ এবং এই রোগ সংক্রান্ত জটিলতা দূর করতে দারুন কাজ করে এটি। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় জাম ক্যান্সারের ঝুঁকি কমায়।

জামে থাকা পটাশিয়াম হৃদরোগের জন্য উপকারী। প্রতি ১০০ গ্রাম জামে ৫৫ মিলিগ্রাম পটাশিয়াম থাকে। এটি উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতেও সাহায্য করে।

জামের আরেকটা গুণ হলো এটি কোষ্টকাঠিন্য কমাতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও জামের জুড়ি নেই। এতে থাকা ভিটামিন ও নানা ধরনের পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জামে থাকা পুষ্টি উপাদানের মধ্যে লবণ, চিনি, ক্যালসিয়াম, প্রোটিন, খনিজ এবং ভিটামিন সি উল্লেখযোগ্য।

ত্বক উজ্জ্বল করতেও সাহায্য করে জাম। কারণ এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রাকৃতিকভাবেই ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

জামে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, আয়রন ইত্যাদি থাকায় এটি হাড়ের সুরক্ষা করে। সেই সঙ্গে দাঁতের স্বাস্থ্যও রক্ষা করে।

রক্তে লোহিতকণিকার পরিমাণ বাড়াতে জাম বেশ কার্যকরী। কারণ এতে প্রচুর পরিমাণে আয়রণ থাকে। দিনে ১০০ গ্রাম জাম খেলে রক্তে প্রয়োজনীয় লোহিতকণিকার সেল তৈরি হয়।

এছাড়া ক্ষুধামন্দা দূর করতে, দীর্ঘমেয়াদি কাশি সারাতেও জাম বেশ কার্যকরী।

সূত্র : ডাক্তারহেলথবেনিফিটস