বাঙালী কণ্ঠ নিউজঃ আমলকীতে যে প্রজনন শক্তি আছে তা হয়তো অনেকের কাছেই অজানা। শুধু আমলকি ফল নয়। আমলকীর পাতা ও ছাল থেকে তৈরি পরীক্ষামূলক ওষুধে কিছু রোগ নিরাময়ের প্রমাণ পাওয়া গেছে। আর আমলকি ফলের রয়েছে অসংখ্য গুণ।
গবেষকরা বলছেন, আমলকি রিপ্রডাক্টিভ হেলথ বা প্রজনন ক্ষমতার উন্নতি ঘটায়। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। যা পুরুষদের স্পার্ম কাউন্ট বাড়িয়ে দেয়।
আমলকি যৌন শক্তি ও পুরুষত্বের উন্নতি ঘটায়। এর প্রধান কারণ আমলকিতে আছে আয়রন আর জিঙ্ক। শুধু পুরুষরা নয়, যে নারীরা সাদা স্রাব সমস্যায় ভোগেন আমলকি শুকিয়ে তা গুঁড়া করে মধু দিয়ে নিয়মিত খেলে উপকার পাবেন। পুরুষরা আমলকির জুস সকালে খালি পেটে বা সন্ধ্যায় খেতে পারেন। সেক্স লাইফ উষ্ণ এবং রঙিন করতে আমলকি পাউডার মিশিয়ে দুধ খেতে পারেন। ইন্টারনেট