ঢাকা , রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শুকনো মরিচের গুঁড়োয় জামের ভর্তা

বাঙালী কণ্ঠ নিউজঃ পাকা জামের রঙে মুখ রঙিন করার স্বাদই আলাদা। এই রসালো ফল, যা খেলে মুখে স্বাদ তো লেগে থাকবে; সঙ্গে রঙিনও হয়ে থাকবে মুখ। মিষ্টি স্বাদের এই ফলটি এখন বাজারে। এটি দিয়ে তৈরি করা যায় জিভে জল আনা ভর্তা। চলুন জেনে নেই রেসিপি-

উপকরণ- জাম ২৫০ গ্রাম, লবণ স্বাদ অনুযায়ী, ধনেপাতা ১ টেবিল চামচ, কাঁচামরিচ ২টি, শুকনো মরিচের গুঁড়ো আধা চা চামচ।

প্রণালি- প্রথমে জাম ভালো করে ধুয়ে নিন। এরপর সব উপকরণ একসঙ্গে একটা বাটিতে বা কৌটয় নিন। এবার ঝাঁকান। ঝাঁকাতে থাকুন। জাম নরম হয়ে এলো। পরিবেশন করুন বা খান।

Tag :
আপলোডকারীর তথ্য

শুকনো মরিচের গুঁড়োয় জামের ভর্তা

আপডেট টাইম : ১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯

বাঙালী কণ্ঠ নিউজঃ পাকা জামের রঙে মুখ রঙিন করার স্বাদই আলাদা। এই রসালো ফল, যা খেলে মুখে স্বাদ তো লেগে থাকবে; সঙ্গে রঙিনও হয়ে থাকবে মুখ। মিষ্টি স্বাদের এই ফলটি এখন বাজারে। এটি দিয়ে তৈরি করা যায় জিভে জল আনা ভর্তা। চলুন জেনে নেই রেসিপি-

উপকরণ- জাম ২৫০ গ্রাম, লবণ স্বাদ অনুযায়ী, ধনেপাতা ১ টেবিল চামচ, কাঁচামরিচ ২টি, শুকনো মরিচের গুঁড়ো আধা চা চামচ।

প্রণালি- প্রথমে জাম ভালো করে ধুয়ে নিন। এরপর সব উপকরণ একসঙ্গে একটা বাটিতে বা কৌটয় নিন। এবার ঝাঁকান। ঝাঁকাতে থাকুন। জাম নরম হয়ে এলো। পরিবেশন করুন বা খান।