বাঙালী কণ্ঠ নিউজঃ ফ্যাটি লিভারের সমস্যা দুই ধরনের হয়। প্রথম অ্যালকোহল পানের কারণে আরেকটা হচ্ছে অ্যালকোহল পান না করলেও। সাধারণত স্থূলতা, অস্বাভাবিক জীবনযাপন, দুর্বল খাদ্যাভাসের কারণে ফ্যাটি লিভারের সমস্যা বেশি হয়।
যে ধরনের ফ্যাটি লিভার সমস্যায় আপনি ভোগেন না কেন তা থেকে মুক্তি পেতে আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কিছু কিছু খাবার আছে যেগুলো আপনাকে ফ্যাটি লিভারের সমস্যা থেকে দূরে থাকতে সাহায্য করবে—
১. যারা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন তাদের শরীরে প্রোটিন দরকার। এটি লিভার নতুনভাবে তৈরি হতে সাহায্য করবে। এ কারণে নিয়মিত মাছ খাওয়া প্রয়োজন। এছাড়া প্রোটিনের উৎস মুরগি ও টার্কির বুকের মাংস খেলেও ফ্যাটি লিভারের সমস্যা কমে যায়।
২. ফ্যাটি লিভারের কারণে লিভারের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। ডিমে থাকা উচ্চ পরিমাণ প্রোটিন ও ভালো কোলেস্টেরল লিভারের এ ধরনের ক্ষতি পূরণে সহযোগিতা করে।
৩. যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে তারা বাদাম ও বীজজাতীয় খাবার যেমন— আখরোট কাজু, পেস্তাবাদাম, সূর্যমুখীর বীজ, কুমড়ার বীজ ইত্যাদি খেতে পারেন।
৪. ফ্যাটি লিভারের সমস্যা থাকলে অ্যাভোকাডো খেতে পারেন। বাদাম ও বীজের মতো এই ফলটিতে স্বাস্থ্যকর ফ্যাট থাকায় এটি ফ্যাটি লিভারের জন্য উপকারী।
৫. রসুন হূদরোগের জন্য উপকারী এটা অনেকেই জানেন। কিন্তু এটা ফ্যাটি লিভারের সমস্যা কমাতেও যে কার্যকরী সেটা অনেকের জানা নেই। ফ্যাটি লিভারের সমস্যা থাকলে নিয়মিত রসুন খেতে পারেন।