ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দাড়ি-গোঁফে হাজির এ কোন বিদ্যা বালান!

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  মুখে বয়স্কদের মতোই দাড়ি-গোঁফ, চোখে বুড়োদের চশমা, মাথার চুলগুলোতেও পাক ধরেছে-হ্যাঁ, এভাবেই দেখা গেল বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে। এটা যে বিদ্যাই সেটা চেনা খুবই দুরূহ ব্যাপার, তবে এটা যে তিনি, সেটা জানালেন নিজেই।
ক্যারিয়ারে নানা চরিত্রে পর্দায় হাজির হয়েছেন অভিনেত্রী বিদ্যা বালান। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন এ অভিনেত্রী। লম্বা চুল, দাড়ি ও গোঁফওয়ালা ছবিটি নিজের বলে জানিয়ে ছবির ক্যাপশনে বিদ্যা বলেন, প্রথম মঞ্চে অভিনয়ে তার চরিত্রের প্রয়োজনে এমন বেশ ধারণ করতে হয়েছিল তাকে।
শুরুটা গ্ল্যামারাস না হলেও পরবর্তীতে ‘হাম পাঁচ’ টিভি শোয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান বিদ্যা। এরপর ২০০৫ সালে পরিণীতা সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। দ্য ডার্টি পিকচার এবং কাহানি সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন বিদ্যা বালান।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

দাড়ি-গোঁফে হাজির এ কোন বিদ্যা বালান!

আপডেট টাইম : ০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
বাঙালী কণ্ঠ ডেস্কঃ  মুখে বয়স্কদের মতোই দাড়ি-গোঁফ, চোখে বুড়োদের চশমা, মাথার চুলগুলোতেও পাক ধরেছে-হ্যাঁ, এভাবেই দেখা গেল বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে। এটা যে বিদ্যাই সেটা চেনা খুবই দুরূহ ব্যাপার, তবে এটা যে তিনি, সেটা জানালেন নিজেই।
ক্যারিয়ারে নানা চরিত্রে পর্দায় হাজির হয়েছেন অভিনেত্রী বিদ্যা বালান। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন এ অভিনেত্রী। লম্বা চুল, দাড়ি ও গোঁফওয়ালা ছবিটি নিজের বলে জানিয়ে ছবির ক্যাপশনে বিদ্যা বলেন, প্রথম মঞ্চে অভিনয়ে তার চরিত্রের প্রয়োজনে এমন বেশ ধারণ করতে হয়েছিল তাকে।
শুরুটা গ্ল্যামারাস না হলেও পরবর্তীতে ‘হাম পাঁচ’ টিভি শোয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান বিদ্যা। এরপর ২০০৫ সালে পরিণীতা সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। দ্য ডার্টি পিকচার এবং কাহানি সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন বিদ্যা বালান।