বাঙালী কণ্ঠ নিউজঃ দীর্ঘদিন ধরেই মিডিয়ার বাইরে এক সময়ের ‘সাড়া জাগানো’ নায়িকা ময়ূরী। পর্দার আড়ালে থাকা এই অভিনেত্রীর সম্প্রতি নতুন খবর পাওয়া গেল, বিয়ে করেছেন তিনি।
গত আগস্ট মাসে তৃতীয়বারের মতো এ বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন ময়ূরী। স্বামীর নাম জুয়েল আহমেদ। তিনি পেশায় মাদ্রাসার শিক্ষক। জুয়েল এখন গাজীপুরের একটি মাদ্রাসায় পাঠদান করাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
তিন মাসে ময়ূরীর দ্বিতীয় স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় বলে জানা গেছে। এরপর জুয়েলের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের দেড় মাসের মধ্যে জুয়েলকে বিয়ে করেন এ নায়িকা।
নতুন স্বামীকে নিয়ে টঙ্গীতে বসবাস করছেন। ময়ূরীর প্রথম স্বামীর ঘরের একটি কন্যা সন্তান রয়েছে, নাম অ্যাঞ্জেল।
ময়ূরী প্রথম বিয়ে করেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম খান মিলনকে। ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর মারা যান তিনি। এরপর ময়ূরী দ্বিতীয়বারের মতো বিয়ে করেন শ্রাবণ শাহ নামের এক চলচ্চিত্র অভিনেতাকে। কিন্তু সেই সংসারও টেকেনি। এবার মাদ্রাসা শিক্ষককে বিয়ে করলেন এ অভিনেত্রী।
উল্লেখ্য, ১৯৯৮ সালে ‘মৃত্যুর মুখে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে আগমন করেন ময়ূরী। শতাধিক ছবি মুক্তি পেয়েছে তার। সর্বশেষ তার অভিনীত ‘বাংলা ভাই’ ছবিটি মুক্তি পায়।