ঢাকা , সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মানুষের কল্যাণে ব্যবহার করা হবে এই ক্ষমতা

বাঙালী কণ্ঠ নিউজঃ ঢাকাই ছবির ব্যস্ত নায়িকা ববি ফোনকলটা রিসিভ করতেই তার আশেপাশে অনেক মানুষের কণ্ঠ শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল তার চারপাশে লোকজনের বেশ সমাগম। ওপাশ থেকে ববি বললেন, আমি এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। একটু পরেই আমার ফ্লাইট। ‘বেপরোয়া’ ছবির কাজে ভারতে যাচ্ছি। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনা ও রাজা চন্দের পরিচালনায় এ ছবিতে আমি কাজ করছি।

ঢাকায় শুটিংয়ের পর ভারতের হায়দরাবাদে এর দ্বিতীয় ধাপের কাজ চলছে। মূলত সেখানে অংশ নেবার জন্যই এবারের ভ্রমণ। বাঙালী কণ্ঠের সঙ্গে ববির এ ফোনালাপ শনিবার দুপুরের। ছবিটিতে কি ধরনের চরিত্রে তাকে দেখা যাবে জানতে চাইলে ঢালিউডের এই অভিনেত্রী বলেন, চেনা কোনো গল্প না। পারিবারিক একটি গল্পের ছবি। যা অন্য কোনো ছবিতে এভাবে কোনো পরিচালক হয়তো ভাবেননি। আমার বিশ্বাস, ছবিটির গল্প দর্শকরা পছন্দ করবেন। এ ছবিতে ববির নায়ক হিসেবে কাজ করছেন রোশান। তার সঙ্গে এখনও কাজ শুরু হয়নি ববির। এবারের ধাপে দু’জন এক ফ্রেমে কাজ করবেন। আর এ ছবির মাধ্যমে রোশান প্রথমবার ববির বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন। এদিকে ববি অভিনীত ও প্রযোজিত ‘বিজলি’ ছবিটি মুক্তির জন্য প্রস্তুত হয়ে আছে। এটি পরিচালনা করেছেন ইফতেখার  চৌধুরী। এ ছবিতে নিজের চরিত্র সম্পর্কে ববি বলেন, এক দুর্ঘটনায় অলৌকিক ক্ষমতা পাওয়া একটি মেয়ের গল্প ‘বিজলি’। ছবিতে দেখা যাবে, মানুষের কল্যাণে ব্যবহার করা হবে এই ক্ষমতা। এতে আমি নাম ভূমিকায় অভিনয় করেছি। একজন ‘সুপারওম্যান’-এর চরিত্র এটি। এখানে এ ধরনের ছবি এর আগে হয়নি। বেশ  ব্যয়বহুল ছবি। নিশ্চয়ই দর্শকদের ভালো লাগবে। কবে এ ছবি মুক্তি পাবে জানতে চাইলে ববি বলেন, ‘বিজলি’ নিয়ে এখন ভাবছি না। কারণ যে বৈরী আবহাওয়া এবং সামনে বিপিএল(বাংলাদেশ প্রিমিয়ার লীগ) খেলাও শুরু হচ্ছে। তাই সবকিছু ভেবে মুক্তির জন্য সামনের বছরের কোনো তারিখ বেছে নিব। ‘বিজলী’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য। এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা রণবীর। ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ দ্য সার্চ’ ছবির মাধ্যমে সিনে পর্দায় পথচলা শুরু ববির। এরপর ‘রাজত্ব’, ‘দেহরক্ষী’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘অ্যাকশন জেসমিন’, ‘হিরো দ্য সুপারস্টার’, ‘আই ডোন্ট  কেয়ার’, ‘ওয়ান ওয়ে’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান ববি। বেশ কিছু বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেন তিনি। এছাড়া ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ নামে একটি ছবিরও কাজ শেষ হয়েছে। নতুন এ কাজটি নিয়েও তিনি বেশ আশাবাদী। ছবিটিতে ববির বিপরীতে অভিনয় করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল। ২০১৫-২০১৬ সালের অনুদান পাওয়া এ ছবিটি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী। ববি বলেন, এর গল্পটি আমার অন্য সব ছবি থেকে একেবারেই আলাদা। সত্যিকারের বৃদ্ধাশ্রমে থেকে এ ছবির কাজ করেছি। বেশ কষ্ট করেছেন পরিচালকসহ টিমের সবাই। আমার বিশ্বাস, ভিন্নমাত্রার গল্পের এ ছবিটিও দর্শক পছন্দ করবেন। সবশেষে চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক, টেকনিশয়ান, হলমালিকসহ অনেকে মিলে তৈরি নতুন সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’ নিয়ে কথা হলো ববির সঙ্গে। এই ফোরামের সদস্য হিসেবে কাজ করছেন তিনি। এ প্রসঙ্গে ববি বলেন, চলচ্চিত্রসংশ্লিষ্ট যেসব সংগঠন আমাদের ইন্ডাস্ট্রিতে আছে সেগুলো তাদের মতো করে কাজ করবে। আর আমি শিল্পী সমিতির বিপক্ষে গিয়ে কোনো ফোরামে অংশ নেইনি। এমনকি শিল্পী সমিতি থেকে বের হয়েও চলে আসিনি। ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’-এর কার্যক্রম এরইমধ্যে শুরু হয়েছে। যে কোনো সময় চলচ্চিত্রসংশ্লিষ্ট যে কারো কোনো সমস্যার কথা যেন বলতে পারা যায় সেজন্যই এই ফোরাম। যাত্রা শুরুর পর থেকে এটা নিয়ে অনেকে অনেক উল্টা পাল্টা কথা বলছে, যা ঠিক না। আশা করি, চলচ্চিত্র ফোরামের মাধ্যমে ইন্ডাস্ট্রির সবাই উপকৃত হবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মানুষের কল্যাণে ব্যবহার করা হবে এই ক্ষমতা

আপডেট টাইম : ০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ ঢাকাই ছবির ব্যস্ত নায়িকা ববি ফোনকলটা রিসিভ করতেই তার আশেপাশে অনেক মানুষের কণ্ঠ শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল তার চারপাশে লোকজনের বেশ সমাগম। ওপাশ থেকে ববি বললেন, আমি এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। একটু পরেই আমার ফ্লাইট। ‘বেপরোয়া’ ছবির কাজে ভারতে যাচ্ছি। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনা ও রাজা চন্দের পরিচালনায় এ ছবিতে আমি কাজ করছি।

ঢাকায় শুটিংয়ের পর ভারতের হায়দরাবাদে এর দ্বিতীয় ধাপের কাজ চলছে। মূলত সেখানে অংশ নেবার জন্যই এবারের ভ্রমণ। বাঙালী কণ্ঠের সঙ্গে ববির এ ফোনালাপ শনিবার দুপুরের। ছবিটিতে কি ধরনের চরিত্রে তাকে দেখা যাবে জানতে চাইলে ঢালিউডের এই অভিনেত্রী বলেন, চেনা কোনো গল্প না। পারিবারিক একটি গল্পের ছবি। যা অন্য কোনো ছবিতে এভাবে কোনো পরিচালক হয়তো ভাবেননি। আমার বিশ্বাস, ছবিটির গল্প দর্শকরা পছন্দ করবেন। এ ছবিতে ববির নায়ক হিসেবে কাজ করছেন রোশান। তার সঙ্গে এখনও কাজ শুরু হয়নি ববির। এবারের ধাপে দু’জন এক ফ্রেমে কাজ করবেন। আর এ ছবির মাধ্যমে রোশান প্রথমবার ববির বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন। এদিকে ববি অভিনীত ও প্রযোজিত ‘বিজলি’ ছবিটি মুক্তির জন্য প্রস্তুত হয়ে আছে। এটি পরিচালনা করেছেন ইফতেখার  চৌধুরী। এ ছবিতে নিজের চরিত্র সম্পর্কে ববি বলেন, এক দুর্ঘটনায় অলৌকিক ক্ষমতা পাওয়া একটি মেয়ের গল্প ‘বিজলি’। ছবিতে দেখা যাবে, মানুষের কল্যাণে ব্যবহার করা হবে এই ক্ষমতা। এতে আমি নাম ভূমিকায় অভিনয় করেছি। একজন ‘সুপারওম্যান’-এর চরিত্র এটি। এখানে এ ধরনের ছবি এর আগে হয়নি। বেশ  ব্যয়বহুল ছবি। নিশ্চয়ই দর্শকদের ভালো লাগবে। কবে এ ছবি মুক্তি পাবে জানতে চাইলে ববি বলেন, ‘বিজলি’ নিয়ে এখন ভাবছি না। কারণ যে বৈরী আবহাওয়া এবং সামনে বিপিএল(বাংলাদেশ প্রিমিয়ার লীগ) খেলাও শুরু হচ্ছে। তাই সবকিছু ভেবে মুক্তির জন্য সামনের বছরের কোনো তারিখ বেছে নিব। ‘বিজলী’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য। এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা রণবীর। ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ দ্য সার্চ’ ছবির মাধ্যমে সিনে পর্দায় পথচলা শুরু ববির। এরপর ‘রাজত্ব’, ‘দেহরক্ষী’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘অ্যাকশন জেসমিন’, ‘হিরো দ্য সুপারস্টার’, ‘আই ডোন্ট  কেয়ার’, ‘ওয়ান ওয়ে’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান ববি। বেশ কিছু বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেন তিনি। এছাড়া ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ নামে একটি ছবিরও কাজ শেষ হয়েছে। নতুন এ কাজটি নিয়েও তিনি বেশ আশাবাদী। ছবিটিতে ববির বিপরীতে অভিনয় করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল। ২০১৫-২০১৬ সালের অনুদান পাওয়া এ ছবিটি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী। ববি বলেন, এর গল্পটি আমার অন্য সব ছবি থেকে একেবারেই আলাদা। সত্যিকারের বৃদ্ধাশ্রমে থেকে এ ছবির কাজ করেছি। বেশ কষ্ট করেছেন পরিচালকসহ টিমের সবাই। আমার বিশ্বাস, ভিন্নমাত্রার গল্পের এ ছবিটিও দর্শক পছন্দ করবেন। সবশেষে চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক, টেকনিশয়ান, হলমালিকসহ অনেকে মিলে তৈরি নতুন সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’ নিয়ে কথা হলো ববির সঙ্গে। এই ফোরামের সদস্য হিসেবে কাজ করছেন তিনি। এ প্রসঙ্গে ববি বলেন, চলচ্চিত্রসংশ্লিষ্ট যেসব সংগঠন আমাদের ইন্ডাস্ট্রিতে আছে সেগুলো তাদের মতো করে কাজ করবে। আর আমি শিল্পী সমিতির বিপক্ষে গিয়ে কোনো ফোরামে অংশ নেইনি। এমনকি শিল্পী সমিতি থেকে বের হয়েও চলে আসিনি। ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’-এর কার্যক্রম এরইমধ্যে শুরু হয়েছে। যে কোনো সময় চলচ্চিত্রসংশ্লিষ্ট যে কারো কোনো সমস্যার কথা যেন বলতে পারা যায় সেজন্যই এই ফোরাম। যাত্রা শুরুর পর থেকে এটা নিয়ে অনেকে অনেক উল্টা পাল্টা কথা বলছে, যা ঠিক না। আশা করি, চলচ্চিত্র ফোরামের মাধ্যমে ইন্ডাস্ট্রির সবাই উপকৃত হবেন।