ঢাকা , মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গুলশানে আটকা পড়েছিলেন শাকিব খান

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার দিন চার ঘণ্টা আটকে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক শাকিব খান।

রেস্তোরাঁয় আটক জিম্মিদের উদ্ধার করতে গত শুক্রবার আশপাশের চার কিলোমিটার এলাকা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।  ফলে তৈরী হয় তীব্র যানজট। যার কারণে অন্য সাধারণ মানুষের মতো শাকিবও রাস্তায় আটকে ছিলেন।

এ প্রসঙ্গে শাকিব জানান, নগরীর উত্তরায় তার নতুন বাড়ির কাজ চলছে। শুক্রবার রাত ১০টার দিকে গুলশানের বাসার দিকে ফিরছিলেন তিনি। প্রথমে উত্তরা থেকে গুলশান ২ নম্বর দিয়ে বাসায় ঢোকার চেষ্টা করেন। কিছুটা পথ যাওয়ার দেখা যায় অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে।

এমন বেহাল অবস্থা দেখে অনেক কষ্টে নতুন বাজার থেকে বেরিয়ে বনানী দিয়ে বাসায় ফেরার চেষ্টা করেন। কিন্তু সে পথেও তাকে ঘণ্টাখানেক সময় আটকে থাকতে হয়। তারপর বনানী  থেকে বেরিয়ে ১ নম্বর দিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু সব পথের একই অবস্থা। ততক্ষণে ঘড়ির কাটা রাত ৩টায়। তারপর বাধ্য হয়েই শাকিব তার ছোট বোনের বাসায় চলে যান।

এ রাতের অভিজ্ঞতা জানিয়ে শাকিব বলেন, ‘ওইদিন আমি একা নই, রাজধানীর অনেক মানুষই ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাটিয়েছে। তবে বড় বিষয় ছিল উদ্বেগ আর উৎকণ্ঠা। এটা আমার জীবনের এক ভয়াবহ রাত ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গুলশানে আটকা পড়েছিলেন শাকিব খান

আপডেট টাইম : ০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০১৬

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার দিন চার ঘণ্টা আটকে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক শাকিব খান।

রেস্তোরাঁয় আটক জিম্মিদের উদ্ধার করতে গত শুক্রবার আশপাশের চার কিলোমিটার এলাকা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।  ফলে তৈরী হয় তীব্র যানজট। যার কারণে অন্য সাধারণ মানুষের মতো শাকিবও রাস্তায় আটকে ছিলেন।

এ প্রসঙ্গে শাকিব জানান, নগরীর উত্তরায় তার নতুন বাড়ির কাজ চলছে। শুক্রবার রাত ১০টার দিকে গুলশানের বাসার দিকে ফিরছিলেন তিনি। প্রথমে উত্তরা থেকে গুলশান ২ নম্বর দিয়ে বাসায় ঢোকার চেষ্টা করেন। কিছুটা পথ যাওয়ার দেখা যায় অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে।

এমন বেহাল অবস্থা দেখে অনেক কষ্টে নতুন বাজার থেকে বেরিয়ে বনানী দিয়ে বাসায় ফেরার চেষ্টা করেন। কিন্তু সে পথেও তাকে ঘণ্টাখানেক সময় আটকে থাকতে হয়। তারপর বনানী  থেকে বেরিয়ে ১ নম্বর দিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু সব পথের একই অবস্থা। ততক্ষণে ঘড়ির কাটা রাত ৩টায়। তারপর বাধ্য হয়েই শাকিব তার ছোট বোনের বাসায় চলে যান।

এ রাতের অভিজ্ঞতা জানিয়ে শাকিব বলেন, ‘ওইদিন আমি একা নই, রাজধানীর অনেক মানুষই ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাটিয়েছে। তবে বড় বিষয় ছিল উদ্বেগ আর উৎকণ্ঠা। এটা আমার জীবনের এক ভয়াবহ রাত ছিল।